দুর্যোগ-ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াসহ শ' খানেক নেতা-কর্মী ঢাকা মহানগর আওয়ামী লীগের ব্যানার নিয়ে শহীদ মিনারের দিকে এগিয়ে যাচ্ছেন। পেছনে থাকা সাধারন জনতা ক্ষোভ ঝরাচ্ছেন। এমন দৃশ্য দেখা গেছে শুক্রবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে
[size=2]দুর্যোগ-ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী [/size][size=2]মোফাজ্জল হোসেন চৌধুরী [/size][size=2]মায়াসহ [/size][size=2]শ' খানেক [/size][size=2]নেতা-[/size][size=2]কর্মী [/size][size=2]ঢাকা মহানগর আওয়ামী লীগের ব্যানার নিয়ে[/size][size=2] [/size][size=2]শহীদ মিনারের দিকে এগিয়ে যাচ্ছেন।[/size] [size=2]পেছনে থাকা [/size]সাধারন জনতা[size=2] ক্ষোভ [/size]ঝরাচ্ছেন। এমন দৃশ্য দেখা গেছে [size=2]শুক্রবার সকালে[/size][size=2] [/size][size=2]কেন্দ্রীয় শহীদ মিনারে।[/size] এর ঠিক পরেই আরেকটি ব্যানার নিয়ে রেলমন্ত্রী মুজিবল হক কর্মীদের নিয়ে সারি ভেঙে শহীদ মিনার দিকে এগিয়ে যান। এ সময় প্রচন্ড ভিড় সামলাতে হিমসিম খেতে হয় দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের। সকাল থেকে সারিবদ্ধভাবে শহীদ মিনারের বেদিতে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসা আনেকেই মন্ত্রীদের এমন আচরণ ক্ষুব্ধ হন। সারিতে দাঁড়িয়ে থাকা একজন মন্তব্য করেন, নেতারা রাতে ফুল দিয়ে গেছেন। তারপরও বিভিন্ন ব্যানারে সকালে ফুল দিতে এসে আমাদের কষ্ট দিচ্ছেন। আমরা এতোক্ষণ সারিতে দাঁড়িয়ে থেকে ঢুকতে পারছি না। কিন্তু মন্ত্রীদের সৌজন্যে কর্মীরা অনায়সে ঢুকে গেল। অপর এক নারী বলেন, আমাদের দেশে সব জায়গাতেই রাজনীতি চলে। এ আর নতুন কী। [b]ঢাকা,২১ ফেব্রুয়ারি(টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]