বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে বিচারিক আদালতে অভিযোগ গঠন করে দেয়া আদেশকে অবৈধ দাবি করে রোববার দেশের সকল বারে বিক্ষোভ করবে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। একই সঙ্গে অভিযোগ গঠনকারী বিচারক বাসুদেবের বেআইনি আচরণ তদন্তে প্রধান বিচারপতির
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে বিচারিক আদালতে অভিযোগ গঠন করে দেয়া আদেশকে অবৈধ দাবি করে রোববার দেশের সকল বারে বিক্ষোভ করবে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। একই সঙ্গে অভিযোগ গঠনকারী বিচারক বাসুদেবের বেআইনি আচরণ তদন্তে প্রধান বিচারপতির নিকট দাবি জানিয়েছে এ আইনজীবী সংগঠনটি।শনিবার সুপ্রিম কোর্টের দক্ষিণ হলে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফোরামের সভাপতি ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া এ কর্মসূচি ঘোষণা করেন।এছাড়া অভিযোগ গঠনের প্রতিবাদে আগামী ২৪ মার্চ দেশের সকল বারে কালো পতাকা, ২৫ মার্চ মানববন্ধন এবং ২৭ মার্চ প্রতিবাদ সভার কর্মসূচির ঘোষণা করা হয়।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট এ জে মোহাম্মদ আলী, বর্তমান সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, এডভোকেট সানাউল্লাহ মিয়া, নাসির উদ্দিন আহমেদ অসীম, রাগিব রউফ চৌধুরি প্রমুখ।এর আগে গত ১৯ মার্চ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদেশ দেন ঢাকার বিশেষ জজ-৩ এর বিচারক বাসুদেব রায়। [b]ঢাকা, ২২ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এআর[/b]