সখিপুর: শরীয়তপুর জেলার সখিপুর থানা শিবির সভাপতি হযরত আলীকে গ্রেফতার করেছে পুলিশ। একইসঙ্গে সখিপুর থানা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোস্তফা কামালকেও গ্রেফতা করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে তাদের বিশেষ অভিযানে গ্রেফতার করে পুলিশ।
[b]সখিপুর:[/b] শরীয়তপুর জেলার সখিপুর থানা শিবির সভাপতি হযরত আলীকে গ্রেফতার করেছে পুলিশ। একইসঙ্গে সখিপুর থানা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোস্তফা কামালকেও গ্রেফতা করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে তাদের বিশেষ অভিযানে গ্রেফতার করে পুলিশ। মাওলানা মোস্তফা কামাল বাহের চর দাখিল মাদ্রাসার সহকারী সুপার। অপরদিকে হযরত আলী জেডএইচ শিকদার বিজ্ঞান ও প্রযুক্ত বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। জানতে চাইলে সখিপুর থানার এএসআই মোরশেদ আলম জানান, কোন মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে তা এখনো জানা যায়নি। সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জানান, নাশকতার আশঙ্কায় তাদের গ্রেফতার করা হয়েছে