বৃহস্পতিবার ২৩, মার্চ ২০২৩
EN

সুজন সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে মামলা

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৪ জনের বিরুদ্ধে রাজশাহীর গোদাগাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে পরাজিত চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট সালাউদ্দিন বিশ্বাস আদালতে মামলা দায়ের

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৪ জনের বিরুদ্ধে রাজশাহীর গোদাগাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে পরাজিত চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট সালাউদ্দিন বিশ্বাস আদালতে মামলা দায়ের করেছেন। রাজশাহীর আমলী আদালত-২ এ রবিবার দুপুরে মামলাটি দায়ের করা হয়। আসামিরা হলেন-সুজন সভাপতি হাফিজুর রহমান খান,সাধারণ সম্পাদক ড. বদিউল আলম মজুমদার,রাজশাহী অঞ্চলের সমন্বয়ক সুব্রত পাল ও মাঠকর্মী সানজিদা হক বিপাশা। আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল মতিন সন্ধ্যায় ৭ এপ্রিল বাদির অভিযোগের বিষয়ে শুনানির দিন ধার্য করেছেন। মামলার আরজিতে বাদী উল্লেখ করেন,১৫ মার্চ অনুষ্ঠিত গোদাগাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন। এসময় সুজনের উদ্যোগে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের তথ্যাবলী সম্পর্কিত একটি প্রচারপত্র বিলি করা হয়। সে প্রচারপত্রে চেয়ারম্যান প্রার্থী সালাউদ্দিন বিশ্বাসের নাম ছিল না। এছাড়া প্রচারপত্রে সালাউদ্দিন বিশ্বাস প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন বলে অপপ্রচার চালায় সুজন কর্মীরা। এ সময় সালাউদ্দিন বিশ্বাস এ ধরনের অপপ্রচার বন্ধের জন্য সুজনের কাছে অনুরোধ জানান। এমনকি তিনি প্রার্থীদের নিয়ে ভোটারদের মুখোমুখি একটি অনুষ্ঠান আয়োজনেরও দাবি জানান। এখানে আরও উল্লেখ করা হয়,বাদির অনুরোধ বা দাবি সুজন আমলে নেয়নি। ফলে ভোটাররা ১৫ মার্চ তাকে ভোটদানে বিরত থাকেন। এর ফলে তিনি পরাজিত হন এবং ১০ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়। সুজনের এ ধরনের কর্মকাণ্ড তার বিরুদ্ধে ষড়যন্ত্র বলেও তিনি দাবি করেন। বাদি পক্ষের অ্যাডভোকেট সালাউদ্দিন বিশ্বাস জানান,দুপুরে আদালতে মামলাটি দায়ের করা হলেও বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল মতিন ৭ এপ্রিল শুনানির দিন ধার্য করেন। এর আগে অ্যাডভোকেট সালাউদ্দিন বিশ্বাস সুজন সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে একটি উকিল নোটিশ পাঠান। এর প্রেক্ষিতে সে নোটিশের জবাব দেয় সুজন। ওই জবাবে সুজন সাধারণ সম্পাদক ড. বদিউল আলম মজুমদার উল্লেখ করেন,নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রার্থী হিসেবে সালাউদ্দিন বিশ্বাসের নাম ছিল না। আর এ কারণে সুজনের বিরুদ্ধে আনীত অভিযোগ সঠিক নয়। [b]ঢাকা, ৩০ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ [/b]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *