কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপে বড়শিতে ধরা পড়েছে বিশাল আকৃতির একটি বোল মাছ। গতকাল (১১ আগস্ট) বুধবার বিকেলে সেন্টমার্টিন ইউনিয়নের উত্তরপাড়া সৈকতে ৭০ কেজির বেশি ওজনের এই মাছটি ধরা পড়ে।
কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপে বড়শিতে ধরা পড়েছে বিশাল আকৃতির একটি বোল মাছ।
গতকাল (১১ আগস্ট) বুধবার বিকেলে সেন্টমার্টিন ইউনিয়নের উত্তরপাড়া সৈকতে ৭০ কেজির বেশি ওজনের এই মাছটি ধরা পড়ে।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য হাবিব খান জানান, বুধবার দুপুরে ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত ওয়ালি উল্লাহর ছেলে আব্দুর রহমান দ্বীপের উত্তর সৈকতে সাগরে বড়শি ফেলেন। বিকেল ৪টার দিকে তাঁর বড়শিতে বিশাল আকৃতির মাছ ধরা পড়ে। মাছটি তুলে কূলে আনতে গিয়ে আব্দুর রহমানকে মারাত্মক বিড়ম্বনায় পড়তে হয়। আধা ঘণ্টা চেষ্টার পর মাছটি কূলে তুলতে সক্ষম হন তিনি।
স্থানীয় রাজনৈতিক কর্মী ও পর্যটন ব্যবসায়ী জসিম উদদীন শুভ জানান, স্থানীয়ভাবে এই মাছটিকে বোল মাছ বলা হয়। পরে মাছটি ওজন করে ৭০ কেজির কিছু বেশি হয়। বিকেলেই মাছটি স্থানীয় তিনজন মাছ ব্যবসায়ীর কাছে ৫০ হাজার টাকায় বিক্রি করে দেন আব্দুর রহমান। সন্ধ্যায় সেন্টমার্টিন বাজারে ওই ব্যবসায়ীরা মাছটি চাপাতি দিয়ে কেটে প্রতি কেজি ১ হাজার টাকা করে বিক্রি করে দেন।
ব্যবসায়ীরা জানান, সাধারণত বড় আকারের মাছ বড়শিতে ধরা পড়ে না। বড়শিতে এত বড় মাছ ধরা পড়লে উৎসুক লোকজনের ভিড় জমে।
এমবি