বিএনপি চেয়ারপারসন ও বিরোধী দলের নেতা বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করবেন ঢাকায় নিযুক্ত বৃটিশ হাই-কমিশনার রবার্ট গিফসন।
[b]ঢাকা :[/b] বিএনপি চেয়ারপারসন ও বিরোধী দলের নেতা বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করবেন ঢাকায় নিযুক্ত বৃটিশ হাই-কমিশনার রবার্ট গিফসন। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় চেয়ারপারসনের গুলশানের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে। চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। বিরোধী দলের বর্জনের মুখে সম্প্রতি শেষ হওয়া ১০ম জাতীয় সংসদ নির্বাচন এবং নির্বাচন পরবর্তী সহিংসতা থেকে শুরু করে দেশের চলমান রাজনীতি নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।