বইমেলার সময় বৃদ্ধি করেছে বাংলা একাডেমি। অমর একুশে প্রন্থমেলার তথ্যকেন্দ্র থেকে আজ এ তথ্য জানা গেছে।
বইমেলার সময় বৃদ্ধি করেছে বাংলা একাডেমি। অমর একুশে প্রন্থমেলার তথ্যকেন্দ্র থেকে আজ এ তথ্য জানা গেছে। মেলার তথ্যকেন্দ্র থেকে জানানো হয়,বুধবার রাত সাড়ে ৮টার পরিবর্তে রাত ৯টা পর্যন্ত চলবে গ্রন্থমেলা। এছাড়া বৃহস্পতিবার মেলা বিকাল ৩টার পরিবর্তে দুপুর ২টায় শুরু হবে চলবে রাত ৯টা পর্যন্ত। অপরদিকে শুক্রবারের মেলা আগের সময় অনুযায়ী বেলা ১১টায় শুরু হলে রাত ৯টা পর্যন্ত চলবে। [b]ঢাকা, ২৬ জানুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]