ইস্তাম্বুল: সিরিয়ার প্রধান বিরোধী দলীয় জোটের নেতা হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন আহমেদ জারবা। রোববার ইস্তাম্বুলে এক সাধারণ সভায় আহমেদ জারবাকে পুনরায় নির্বাচিত করা হয়। জোটের এক বিবৃতিতে একথা বলা হয়।
[b]ইস্তাম্বুল:[/b] সিরিয়ার প্রধান বিরোধী দলীয় জোটের নেতা হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন আহমেদ জারবা। রোববার ইস্তাম্বুলে এক সাধারণ সভায় আহমেদ জারবাকে পুনরায় নির্বাচিত করা হয়। জোটের এক বিবৃতিতে একথা বলা হয়। জারবা ৬৫ ভোট পেয়ে তার একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী রিয়াদ হিজাবকে পরাজিত করেন। হিজাব প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের পক্ষ ত্যাগ করা নেতা হিসেবে বেশী পরিচিত। হিজাব পেয়েছেন ১৩ ভোট। জারবা গত জুলাই মাসে প্রথম এ জোটের প্রধান নির্বাচিত হন। তিনি আবারো এ গ্রুপের প্রধান নির্বাচিত হওয়ায় আরো ছয়মাস দায়িত্ব পালন করবেন। তিনি এমন এক গুরুত্বপূর্ণ সময়ে পুনঃনির্বাচিত হলেন যখন সুইজারল্যান্ডে শান্তি আলোচনা অনুষ্ঠানের তিন সপ্তাহেরও কম সময় বাকী। ওই শান্তি আলোচনায় সরকারি ও বিদ্রোহী প্রতিনিধি দলের অংশ নেয়ার কথা রয়েছে। সূত্র: এএফপি