সিলেট: সিলেটে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বাসায় বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টায় নগরীর ধোপাদিঘীর পাড়স্থ হাফিজ কমপ্লেক্সে এই হামলা চালানো হয়। এতে কোন ক্ষয়ক্ষতি হয়নি।
[b]সিলেট:[/b] সিলেটে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বাসায় বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টায় নগরীর ধোপাদিঘীর পাড়স্থ হাফিজ কমপ্লেক্সে এই হামলা চালানো হয়। এতে কোন ক্ষয়ক্ষতি হয়নি। নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ দুর্বৃত্তদের লক্ষ্য করে ১৫ রাউন্ড গুলি ছুঁড়ে। তবে কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এই ঘটনার প্রতিবাদে রাতেই নগরীতে মিছিল সমাবেশ করে মহানগর আওয়ামী লীগ। সমাবেশ থেকে অবিলম্বে দুর্বৃত্তদের গ্রেফতারের জন্য প্রশাসনের প্রতি আহবান জানানো হয়।