রাজধানীর রামপুরা বউ বাজারে ভাঙারির দোকানে গ্যাস সিলিন্ডার থেকে আগুনে ৫ জন দগ্ধের ঘটনায় আরও দুইজনের মৃত্যু হয়েছে।
রোববার (৬ মার্চ) রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন।
তিনি জানান, শরীরের ৪৩ শতাংশ দগ্ধ নিয়ে নাদের আলী (৫০) ও ৭৪ শতাংশ দগ্ধ নিয়ে সিদ্দিক (৬০) মারা গেছে। তারা দুজনই আইসিইউতে ছিলেন। এরআগে গতকাল রোববার দুপুরে মারা যায় হেলাল।
মৃত নাদের আলী ছিলেন ভাঙারি দোকানের মালিক। তার ছেলে মো. রাসেল জানান, তাদের বাড়ি জামালপুর মেলান্দহ উপজেলায়। পরিবার নিয়ে রামপুরা হাজীপাড়ায় থাকেন। ৩ সন্তানের জনক ছিলেন নাদের। আর লেবার হিসেবে তাদের দোকানে কাজ করত সিদ্দিক। তার বাড়ি রাজবাড়ির পাংশায়।
উল্লেখ্য, গত ২ মার্চ দিবাগত রাত পৌনে দুইটার দিকে রাসেল এন্টারপ্রাইজ নামে ওই ভাঙারির দোকানে আগুনের ঘটনা ঘটে। দুর্ঘটনায় হাসপাতালে ভর্তি বাকি দগ্ধরা হলেন- শ্রমিক নূরনবী (৫১) ও ইউসুফ (৪৯)। চিকিৎসক জানান, নাদের আলীর শরীরের ৪৩ শতাংশ, সিদ্দিকের ৭৪, হেলালের ৮৫, নূরনবী ৪২ ও ইউসুফের ১২ শতাংশ দগ্ধ হয়েছিল।
এমআই