করোনাভাইরাসের পরীক্ষার জালিয়াতি ও প্রতারণার অভিযোগে গ্রেফতার হওয়া রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো: সাহেদের মামলার তদন্তভার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র্যাব) দেওয়া হয়েছে।
করোনাভাইরাসের পরীক্ষার জালিয়াতি ও প্রতারণার অভিযোগে গ্রেফতার হওয়া রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো: সাহেদের মামলার তদন্তভার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র্যাব) দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যায় র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক আশিক বিল্লাহ এই বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে মামলা তদন্ত করছিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আশিক বিল্লাহ বলেন, “প্রতারণা মামলাটি আজ দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতিক্রমে র্যাবকে দেওয়া হয়েছে। আমরা এখন একজন তদন্ত কর্মকর্তা নিয়োগ দেব। সাহেদের বিরুদ্ধে বাকি দুটি মামলার তদন্তভারও আমরা চাইব।”
উল্লেখ্য, গত ০৬ জুলাই রিজেন্ট হাসপাতালে অভিযানের পর গা-ঢাকা দেন সাহেদ। এরপর গত বুধবার (১৫ জুলাই) সাতক্ষীরার সীমান্ত এলাকা থেকে একটি অস্ত্রসহ তাকে গ্রেফতার করে র্যাব। এরপর বুধবার সকালেই সাহেদকে হেলিকপ্টারে ঢাকায় আনা হয়। ঢাকায় নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে নিয়ে অভিযানে যায় র্যাব। পরে তাকে তার মামলার তদন্ত সংস্থা ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
গত ১৬ জুলাই (বৃহস্পতিবার) ডিবি পুলিশ তাকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন জানায়। অন্যদিকে, সাহেদের আইনজীবী তার জামিন চেয়ে আবেদন করেন।
শুনানি শেষে আদালত জামিন আবেদন না মঞ্জুর করে সাহেদকে ডিবি হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনেরই রিমান্ড মঞ্জুর করেন।
এমবি