আটককৃত হিজবুত তাহরীরের ৮ সদস্যের প্রত্যেককেই একদিন করে রিমান্ড মঞ্জুর করেছে ঢাকা মহানগর হাকিম। শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে ঢাকা মহানগর আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।
আটককৃত হিজবুত তাহরীরের ৮ সদস্যের প্রত্যেককেই একদিন করে রিমান্ড মঞ্জুর করেছে ঢাকা মহানগর হাকিম। শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে ঢাকা মহানগর আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। খীলক্ষেত থানার তদন্তকারী কর্মকর্তা সাতদিনের রিমান্ড চেয়ে আবেদন করলে বিচারক সামসুল আরেফিন এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। ২৪ জানুয়ারি শুক্রবার রাজধানীর খীলক্ষেতের বটতলাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাস দমন আইনের ৭, ৮ ও ৯ ধারায় অভিযোগ করে হিযবুত তাহরীরের আটজন কর্মীকে আটক করে পুলিশ। [b]ঢাকা, ২৫ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এসআর[/b]