অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, হুন্ডির মাধ্যমে যদি টাকা নিয়ে আসেন সেটিকে অবৈধ বলব না, তবে সেটি কালো টাকা। আমরা সবসময় অফিসিয়াল চ্যানেলে বিদেশ থেকে টাকা আসুক সেটা প্রত্যাশা করি। যারা সেই টাকা হুন্ডির মাধ্যমে নিয়ে আসেন, তারা সবসময় বিবেকের কাছে দায়ী থাকবেন বলে মন্তব্য করেন তিনি।
গতকাল বুধবার (০৩ আগস্ট) দুপুরে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রীসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।
হুন্ডিতে টাকা আসার পরিমাণ সম্পর্কে প্রশ্ন করলে মন্ত্রী বলেন, হুন্ডি তো আছেই। এখনও আসে। কম যাতে আসে তার জন্য বলছি। আমার এ মুহূর্তের ধারণা নেই। আগের একটি স্টাডি দেখেছিলাম, প্রায় কাছাকাছি। অফিসিয়াল চ্যানেলে এসেছে ৫১ শতাংশ, আর হুন্ডিতে ৪৯ শতাংশ।
এবিএস