তিন ম্যাচ ওয়ান্ডে সিরিজে পরপর দুই ম্যাচে হেরে আজ (শনিবার) তৃতীয় ও শেষ ম্যাচে হোয়াইটওয়াশ এড়াতে মাঠে নামছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজে পিছিয়ে আছে বাংলাদেশ। আজকের ম্যাচটি বাংলাদেশের জন্য ‘হোয়াইটওয়াশ’
তিন ম্যাচ ওয়ান্ডে সিরিজে পরপর দুই ম্যাচে হেরে আজ (শনিবার) তৃতীয় ও শেষ ম্যাচে হোয়াইটওয়াশ এড়াতে মাঠে নামছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজে পিছিয়ে আছে বাংলাদেশ। আজকের ম্যাচটি বাংলাদেশের জন্য ‘হোয়াইটওয়াশ’ এড়ানোর ম্যাচ। এই ম্যাচে দলে থাকছে না সাকিব আল হাসান। তবে এখন মূল ভাবনা সাকিবের জায়গায় কে খেলবেন? ধারণা করা হচ্ছে,সাকিবের জায়গায় দলে প্রবেশ করবেন নাঈম ইসলাম। এদিকে প্রথম একাদশে অফ ফর্মে থাকা মাহমুদুউল্লাহ রিয়াদকে দেখা গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না। কারণ,সাকিব থাকলে এমনিতেই বাদ পড়তেন রিয়াদ। উল্লেখ্য, সাজঘরে বসে ক্যামেরাম্যানকে অশোভন ইঙ্গিত করায় তিন ম্যাচ নিষিদ্ধ হয়েছেন সাকিব আল হাসান। এ জন্য শ্রীলঙ্কার বিপক্ষে শনিবারের ম্যাচে থাকছেন না বিশ্বসেরা এই অলরাউন্ডার। এদিকে ঘাড়ের ব্যথা কমে আসায় তামিমও দলে আসতে পারেন। শুক্রবার নেটে ব্যাটিং না করলেও ডেসিং রুমের কাছে ব্যাট হাতে নিয়ে হালকা অনুশীলন করেছেন তিনি। বিসিবি সূত্র জানিয়েছে,তামিম শতভাগ ফিট না হলে প্রথম একাদশে রাখা হবে না। কারণ,সামনেই এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ। সে সময়ে দলে তামিমের প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি। শোনা যাচ্ছে পরিবর্তন আসতে পারে পেস আক্রমণেও। মাশরাফির পরিবর্তে শফিউল ইসলাম বা আল-আমিন হোসেন খেলতে পারেন। আবারও বিশ্রামে রাখা হতে পারে নড়াইল এক্সপ্রেসকে। দেশের অন্যতম সেরা পেসারকে ইনজুরি মুক্ত রাখতে একটানা না খেলিয়ে ঘুরিয়ে-ফিরিয়ে খেলানোর পরিকল্পনা করছে বাংলাদেশ। প্রসঙ্গত, শনিবার বেলা ১টায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কা বনাম বাংলাদেশের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটি। [b]ঢাকা,এমআর,২২ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]