১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ত্রয়োদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০১৪’। এই উপলক্ষে ১০ জানুয়ারি বিকাল ৪ টায় জাতীয় জাদুঘর মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠান হবে।
[b]ঢাকা: [/b]১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ত্রয়োদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০১৪’। এই উপলক্ষে ১০ জানুয়ারি বিকাল ৪ টায় জাতীয় জাদুঘর মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠান হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিশেষ অতিথি থাকবেন তথ্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী হাসানুল হক ইনু। অনুষ্ঠানটি পরিচালনা করবেন আহমেদ মুজতবা জামাল। উদ্বোধনী অনুষ্ঠান শেষে একটি চলচ্চিত্র প্রদর্শন করা হবে। কাদিয়া লেকলেরের পরিচালনায় চলচ্চিত্রটির নাম ‘দ্য ব্যাগ অব ফ্লাওয়ার`।