এ বছরের নভেম্বরে ১৮তম দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) সম্মেলন অনুষ্ঠিত হবে। এ নিয়ে তৃতীয়বারের মত নেপালে সার্ক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ বিষয়ে সম্মত হয়েছে সদস্য রাষ্ট্রগুলো। বৃহস্পতিবার মালদ্বীপে সার্কের ৩৫তম মন্ত্রী পর্যায়ের বৈঠকে এ বিষয়ে ঐক্যমত হয়েছেন।
[size=2]এ বছরের নভেম্বরে ১৮তম দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) সম্মেলন অনুষ্ঠিত হবে। [/size][size=2]এ নিয়ে তৃতীয়বারের মত নেপালে সার্ক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। [/size][size=2]এ বিষয়ে সম্মত হয়েছে সদস্য রাষ্ট্রগুলো। বৃহস্পতিবার মালদ্বীপে সার্কের ৩৫তম মন্ত্রী পর্যায়ের বৈঠকে এ বিষয়ে ঐক্যমত হয়েছেন।[/size] পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, নভেম্বরে ১৮তম সার্ক সম্মেলনের বিষয়ে নেপালের কাছ থেকে প্রস্তাব আসে। এ পস্তাবে সদস্য রাষ্ট্রগুলো সম্মতি জানায়। তবে তারিখের বিষয়টি এখনও ঠিক করা হয়নি। প্রতিটি রাষ্ট্রের কাছ থেকে সুবিধাজনক সময় নিয়ে এর তারিখ ঘোষণা করবে নেপাল। এর আগে [size=2]নেপালে[/size][size=2] [/size][size=2]৩য় এবং ১১তম সার্ক সম্মেলন যথাক্রমে ১৯৮৭ এবং ২০০২ সালে অনুষ্ঠিত হয়েছিলো। [/size][size=2]নেপালের গণমাধ্যমে দেশটির পররাষ্ট্র সচিব শংকর বৈরাঙ্গি নভেম্বরে সার্ক সম্মেলন অনুষ্ঠানের বিষয়টি নিশ্চিত করেছেন। [/size] তিনি বলেন, আফগানিস্তান,বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, পাকিস্তান ও শ্রীলংকা নেপালের এ প্রস্তাবকে স্বাগত জানিয়েছে। সদস্য রাষ্ট্রগুলোর কাছ থেকে সুবিধাজনক সময় নিয়ে সুনির্দিষ্ট দিন ঘোষণা করা হবে। জানা গেছে, সপ্তদশ সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ২০১১ সালের নভেম্বরে। এরপর স্বাগতিক দেশ মালদ্বীপ ছাড়াও অষ্টাদশ সম্মেলন আয়োজক দেশ নেপালে রাজনৈতিক অস্থিরতার কারণে সার্কের দুই শীর্ষ সম্মেলনের মধ্যবর্তী মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়নি। [b]ঢাকা,২১ ফেব্রুয়ারি(টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]