মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত জামায়াত নেতা মোহাম্মদ কামারুজ্জামানের আপিল শুনানির জন্য আগামী ১৮ মে দিন ধার্য করেছেন আপিল বিভাগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর রায়ে এ দণ্ডাদেশ দেয়া হয়। বৃহস্পতিবার প্রধান বিচারপতি মো. মোজ্জাম্মেল
মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত জামায়াত নেতা মোহাম্মদ কামারুজ্জামানের আপিল শুনানির জন্য আগামী ১৮ মে দিন ধার্য করেছেন আপিল বিভাগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর রায়ে এ দণ্ডাদেশ দেয়া হয়। বৃহস্পতিবার প্রধান বিচারপতি মো. মোজ্জাম্মেল হকের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ এ দিন ধার্য করেন। ফাঁসির আদেশ থেকে খালাস চেয়ে গত বছরের ৬ জুন আপিল করেন কামারুজ্জামান। তবে কামারুজ্জামানের দণ্ডের বিরুদ্ধে আপিল করেননি রাষ্ট্রপক্ষ। ২৯ সেপ্টেম্বর আপিলের সার-সংক্ষেপ জমা দেন আসামিপক্ষ। [b]ঢাকা, ১৫ মে (টাইমনিউজবিডি.কম) // এনএস[/b]