শনিবার ১০, জুন ২০২৩
EN

৪৩ বছর পূর্বে কেনা শেয়ারের বর্তমান মূল্য ১৪৪৮ কোটি টাকা

কেরলের কোচির বাসিন্দা বাবু জর্জ ভালাভি ৪৩ বছর আগে এক সংস্থার সাড়ে ৩ হাজার শেয়ার কিনেছিলেন । সেই শেয়ারের বর্তমান মূল্য দাঁড়িয়েছে প্রায় সাড়ে ১৪শ কোটি টাকা।

কেরলের কোচির বাসিন্দা বাবু জর্জ ভালাভি ৪৩ বছর আগে এক সংস্থার সাড়ে ৩ হাজার শেয়ার কিনেছিলেন । সেই শেয়ারের বর্তমান মূল্য দাঁড়িয়েছে প্রায় সাড়ে ১৪শ কোটি টাকা।

বাবুর দাবি, হিসেব অনুযায়ী ওই সংস্থার ২.৮% অংশীদারিত্ব এখন তারই হাতে। একই সঙ্গে বাবুর অভিযোগ, এই বিপুল পরিমাণ টাকা দিতে অস্বীকার করছে সংস্থাটি।

তার দাবি, ৪৩ বছর আগে তিনি এবং তার ৪ আত্মীয় মিলে মেবার অয়েল অ্যান্ড জেনারেল মিলস লিমিটেডের সাড়ে ৩ হাজার শেয়ার কিনেছিলেন। বাবু তার পুরনো কাগজপত্র ঘেঁটে দেখার সময় তার বিনিয়োগের বেশ কিছু কাগজ খুঁজে পান।

উদয়পুরের ওই সংস্থা থেকে কেনা শেয়ারের নথি নিয়ে খোঁজ নেওয়া শুরু করেন। তখনই জানতে পারেন তিনি যে শেয়ার কিনেছিলেন, তার বর্তমান মূল্য দাঁড়িয়েছে ১ হাজার ৪৪৮ কোটি টাকায়।

বাবু এটাও জানতে পারেন তিনি যে সময় শেয়ার কিনেছিলেন সেই সময় উদয়পুরের ওই সংস্থা শেয়ার বাজারের নথিভুক্ত সংস্থা ছিল না।

কিন্তু বর্তমানে সংস্থার নাম বদলে পিআই ইন্ডাস্ট্রিজ হয়েছে। একই সঙ্গে সেটা শেয়ার বাজারের নথিভুক্ত সংস্থার তালিকাতেও ঢুকেছে।

২০১৫ সালে বাবুর ছেলে যখন শেয়ারের কাগজপত্র দেখেন তিনি সেই নথি নিয়ে শেয়ারের এক এজেন্টের সঙ্গে যোগাযোগ করেন উপায় বার করার জন্য। ওই এজেন্ট সংস্থার সঙ্গে সরাসরি যোগাযোগ করার পরামর্শ দেন।

বাবুরা তখন ওই সংস্থায় গেলে তাদের বলা হয় ওই শেয়ার ১৯৮৯ সালে অন্য ব্যক্তিদের হস্তান্তরিত করে দেওয়া হয়েছে। এই কথা শুনে স্তম্ভিত হয়ে যান। আসল নথি তার কাছে অথচ সেই শেয়ার হস্তান্তর হয়ে গেল কী ভাবে!

বাবুর অভিযোগ, অবৈধ ভাবে তার শেয়ার অন্যদের বেচে দিয়েছে পিআই ইন্ডাস্ট্রিজ। বাবু বিষয়টি নিয়ে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার (সেবি) দ্বারস্থ হয়েছেন। সূত্র:-আনন্দবাজার।

এইচএন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *