অবশেষে মারা গেলেন ক্যান্সারে আক্রান্ত সাংবাদিক মামুনুর রশীদের বড়বোন আনোয়ারা বেগমও। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (২৮ আগস্ট) বিকাল সাড়ে ৫টা দিকে তিনি ইন্তেকাল করেন। আনোয়ারা বেগমের দেহে গত বছর জুলাই মাসে ক্যান্সার ধরা পড়ে।
অবশেষে মারা গেলেন ক্যান্সারে আক্রান্ত সাংবাদিক মামুনুর রশীদের বড়বোন আনোয়ারা বেগমও। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (২৮ আগস্ট) বিকাল সাড়ে ৫টা দিকে তিনি ইন্তেকাল করেন। আনোয়ারা বেগমের দেহে গত বছর জুলাই মাসে ক্যান্সার ধরা পড়ে।
গত ৫ দিনের ব্যবধানে বোন ও বোনজামাই হারালেন সাংবাদিক মামুনুর রশীদ।
আর গত এক বছরে এই আগস্ট মাসেই তার দুই বোনজামাই এবং বড় বোন মারা গেলেন।
গত সোমবার (২৩ আগস্ট) সাংবাদিক মামুনুর রশীদের সেজ'বোন মাজেদা বেগমের জামাই আব্দুল হান্নান ৫ মাসের একমাত্র সন্তান রেখে ইন্তেকাল করেন।
তার আগে গত বছর একই মাসের ২২ তারিখে বড়বোন জামাই তোফায়েল আহমেদ ইন্তেকাল করেন।
বড়বোন আনোয়ারা বেগমের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।
সাংবাদিক মামুনুর রশীদের বাবা ২০০৪ সালে ইন্তেকাল করেন। এখন তার পরিবারের তিনিই একমাত্র অভিভাবক।
এমবি