সহিংসতার কারণে অধিকাংশ ভোটকেন্দ্রের নির্বাচন স্থগিত হওয়ায় আটটি সংসদীয় আসনে আগামী ২৪ জানুয়ারির মধ্যে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।
[b]ঢাকা:[/b] সহিংসতার কারণে অধিকাংশ ভোটকেন্দ্রের নির্বাচন স্থগিত হওয়ায় আটটি সংসদীয় আসনে আগামী ২৪ জানুয়ারির মধ্যে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক নির্বাচন কর্মকর্তা বলেন, যশোর-৫, লক্ষ্মীপুর-১, দিনাজপুর-৪, কুড়িগ্রাম-৪, গাইবান্ধা-১, ৩ ও ৪ এবং বগুড়া-৭ আসনে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ কারণে এ সব আসনের নির্বাচনী ফলও স্থগিত রাখা হয়েছে। তিনি আরো জানান, ১৬ জানুয়ারি স্থগিত কেন্দ্রগুলোতে ভোট গ্রহণ করা হবে।