tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
রাজনীতি প্রকাশনার সময়: ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৪৬ পিএম

নয়াপল্টনে বিএনপির গণসমাবেশ চলছে


bnp-20240917153333

আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে ঢাকায় বিএনপির ডাকা গণসমাবেশ শুরু হয়েছে।


মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এ গণসমাবেশ শুরু হয়। শুরুতে বক্তব্য রাখেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখবেন। এতে সভাপতিত্ব করছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণসমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরাসহ জ্যেষ্ঠ নেতারাও বক্তব্য রাখবেন।

গণসমাবেশ যৌথভাবে সঞ্চালনা করছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এবং ঢাকা মহানগর উত্তরের সদস্যসচিব আমিনুল হক ও দক্ষিণের সদস্যসচিব তানভীর আহমেদ রবিন।

এদিকে, গণসমাবেশ ঘিরে দুপুরের আগে থেকেই নয়াপল্টন ও এর আশপাশের এলাকা লোকে লোকারণ্য হয়ে যায়। দুপুর আড়াইটায় আনুষ্ঠানিকভাবে গণসমাবেশ শুরুর কথা থাকলেও দুপুর ১২টার পর থেকে ঢাকা মহানগরের বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে আসতে থাকেন।

সমাবেশে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন, ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, আসাদুজ্জামান রিপন, উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালাম, ফরহাদ হালিম ডোনার, ফজলুর রহমান, মাহবুব উদ্দিন খোকন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আব্দুস সালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সফু, সমাজকল্যাণ সম্পাদক কামরুজ্জামান রতন, স্বনির্ভরবিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন অসীম, মাসুদ আহমেদ তালুকদার, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, আইনবিষয়ক সম্পাদক কায়সার কামাল, শিক্ষাবিষয়ক সম্পাদক ওবায়দুল ইসলাম, সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন।

বিএনপি নেতারা জানিয়েছেন, গণসমাবেশ থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশ পুনর্গঠনে ‘নতুন বার্তা’ দেবেন। একই সঙ্গে দলের নেতাকর্মীদের জন্যও নির্দেশনা থাকবে।

এমএইচ