অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী
Share on:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০২৬ সালের মধ্যেই অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠবে বাংলাদেশ।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকেল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
খাদ্য উৎপাদন বাড়ানোর তাগিদ দিয়ে তিনি বলেছেন, বাংলাদেশের কোথাও কোনো জমি অনাবাদি রাখা যাবে না। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে ১৮ দিনের সফর শেষে গত ৪ অক্টোবর দেশে ফেরেন প্রধানমন্ত্রী। এই দুই দেশ সফরের বিষয়ে জানাতে আজ এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
প্রধানমন্ত্রী ১৫ সেপ্টেম্বর রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যের লন্ডনে যান। সেখানে রানী দ্বিতীয় এলিজাবেথের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া এবং রাজা তৃতীয় চার্লস আয়োজিত সংবর্ধনায় যাগ দেন তিনি।
১৯ সেপ্টেম্বর নিউইয়র্কের উদ্দেশে লন্ডন ত্যাগ করেন প্রধানমন্ত্রী। মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থানকালে তিনি ২৩ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে ভাষণ দেন। এর পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এন