যেভাবে অলিভ অয়েল ব্যবহারে ত্বকে আসবে ম্যাজিক গ্লো
Share on:
শুধু চুলের যত্নে নয়, ত্বকের যত্নেও দারুণ কাজ করে তেল। আর সেটি যদি হয় অলিভ অয়েল তাহলে তো কথাই নেই। কারণ রূপচর্চায় আদর্শ মনে করা হয় এ তেলকে।
অলিভ অয়েলের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট হিসেবে ধরা হয় একস্ট্রা ভার্জিন অলিভ অয়েলকে। এর যথেষ্ট স্বাস্থ্য উপকারিতা রয়েছে। এতে অ্যান্টিঅক্সিডেন্ট, পলিফেনল সমৃদ্ধ, অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টি-ইনফ্লেমেটরি এবং অ্যান্টি-এজিং বৈশিষ্ট্য রয়েছে। তাই জেনেটিক্স স্বাস্থ্য এবং আয়ুষ্কালের ক্ষেত্রে একটি বড় ভূমিকা পালন করে এটি।
রূপের জাদু ছড়াতেও দারুণ কাজ করে এটি। তবে এর জন্য বিশেষ উপায়ে ত্বকে ব্যবহার করুন অলিভ অয়েল। রূপবিশেষজ্ঞদের মতে, রূপচর্চায় অলিভ অয়েল সেরা হলেও এর সঠিক প্রয়োগ জানতে হবে।
তাই দ্রুত ত্বকের গ্লো আনতে আসুন অলিভ অয়েল ব্যবহারের কিছু নিয়ম জেনে নিই-
১। মুখে গ্লামার গ্লো আনতে নিয়মিত রাতে মুখ ভালো কোনো ব্র্যান্ডের ফেসওয়াস দিয়ে ধুয়ে নিন। এরপর পরিষ্কার ত্বকে অলিভ অয়েল মালিশ করে ঘুমিয়ে পড়ুন।
২। গোসলের পর ভেজা ত্বকে অলিভ অয়েল পুরো ত্বকে মালিশ করুন। এতে তেল সহজে শুষে নিতে পারে ত্বক। সেই সঙ্গে তেল থেকে পাবে প্রয়োজনীয় পুষ্টিও।
৩। ত্বকের মরা কোষ প্রাকৃতিকভাবে দূর করতে কাজ করতে পারে অলিভ অয়েল। তবে আরও ভালো কাজ করতে অলিভ অয়েলের সঙ্গে লেবু, চিনি, মিশিয়ে ত্বকে ঘষুন।
৪। চোখের নিচে কালো দাগ বা ডার্ক সার্কেল, বলি রেখা এমনকি রোদে পোড়া ভাব দূর করতেও কাজে লাগাতে পারেন অলিভ অয়েল। এর জন্য আঙুলের ডগায় অলিভ অয়েল নিয়ে নির্দিষ্ট স্থানে আলতোভাবে মালিশ করুন।
৫। ত্বকে গ্লো আনার পাশাপাশি যদি সতেজ ও সুন্দর অনুভূতি চান তবে অলিভ অয়েলের সঙ্গে মিশিয়ে নিন গোলাপজল। এতে ত্বকে গ্লো আসার পাশাপাশি মিষ্টি একটা সুগন্ধে আপনার আশপাশ ভরে উঠবে।
এফএইচ