tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
রাজনীতি প্রকাশনার সময়: ০৩ জুলাই ২০২৩, ১৬:০৯ পিএম

গণআন্দোলনের মুখে সরকার পদত্যাগে বাধ্য হবে: অধ্যাপক মুজিবুর রহমান


22

‘জনগণকে সাথে নিয়ে দল নিরপেক্ষ কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার লক্ষে জামায়াত কর্মীদের দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে এবং গণআন্দোলনের মুখে সরকার পদত্যাগ করতে বাধ্য হবে ইনশাআল্লাহ।’


রোববার (২ জুলাই) সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখা আয়োজিত কর্মী সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের ভারপ্রাপ্ত আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান এ কথা বলেন।

জেলা আমির মাওলানা আব্দুল মতিন ফারুকীর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে জামায়াতের ভারপ্রাপ্ত আমির বলেন, কর্মীদের ব্যক্তিগত মান উন্নয়ন করতে হবে এবং কোরআনের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। তিনি জামায়াত কর্মীদের মানবতার কল্যাণে নিজেদের উৎসর্গ করার আহ্বান জানান।

তিনি বলেন, সরকার উদ্দেশ্যমূলকভাবে আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ অনেক নেতাকর্মীকে মিথ্যা ও সাজানো মামলা দিয়ে আটক করে রেখেছে। আমি অনতিবিলম্বে শীর্ষ নেতাসহ সকল রাজবন্দির নিঃশর্ত মুক্তির দাবি করছি।

বিশেষ অতিথি সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম বলেন, ২০২৩ সাল হলো আন্দোলন-সংগ্রাম ও নির্বাচনের বছর। কেয়ারটেকার সরকারের দাবি আদায় না হওয়া পর্যন্ত বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজপথ ছাড়বে না। তিনি আত্মগঠন, কর্মী গঠন, পরিবার গঠন, সমাজ সেবা ও সমাজ পরিবর্তনে নৈতিক ও চারিত্রিক মান উন্নীত করে নিজেদেরকে যোগ্য কর্মী হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, অঞ্চল টিম সদস্য মাওলানা আবদুল খালেক, কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট ইয়াসিন আলী সরকার ও রৌমারী উপজেলা জামায়াতের আমির মো: মোস্তাফিজুর রহমান এবং কুড়িগ্রাম জেলা ছাত্রশিবিরের সভাপতি মোকছেদুল হক হীরা প্রমুখ। (প্রেস বিজ্ঞপ্তি)

এন