tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
খেলা প্রকাশনার সময়: ১৭ নভেম্বর ২০২২, ১৫:০৩ পিএম

কাতারে পা রাখলেন সেমিরা


টিম আর্জেন্টিনা.jpg

বুধবার আবুধাবিতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রীতি ম্যাচে বড় জয় নিয়ে আজ বৃহস্পতিবার বিশ্বকাপ খেলতে কাতারে পা রাখলেন লিওনেল মেসিরা। বিশ্বকাপের এবারের ২২তম আসরের পর্দা উঠবে আগামী রোববার থেকে। আর্জেন্টিনার এবারের গ্রুপ পর্বের প্রতিপক্ষ মেক্সিকো, পোল্যান্ড ও সৌদি আরব।


ভক্ত-অনুরাগীদের আশা গ্রুপ পর্ব সহজে পেরিয়ে যাবে দুইবারের এই বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে দলের অধিনায়ক মেসি এ বিষয়ে রয়েছেন যথেষ্ট সতর্ক। বিশ্বকাপে আর্জেন্টিনার সুযোগ নিয়ে জানতে চাইলে ইউনিভার্সো ভালদানো শো'য়ে মেসি বললেন, ‘আজকাল সব জাতীয় দলের বিপক্ষে খেলা কঠিন। প্রত্যেক দল (বিশ্বকাপে) হতে যাচ্ছে কঠিন, তাদের সহজে হারানো যাবে না। ইউরোপিয়ান দলগুলোর (অপরাজেয় থাকার পথে) বিপক্ষে আমাদের অনেক বেশি ম্যাচ খেলা হয়নি। যদিও তারা আমাদের বিপক্ষে খেলতে পছন্দ করে না, দক্ষিণ আমেরিকান দলগুলোর বিপক্ষেও খেলা কঠিন।

মেসি যোগ করেন, ‘আমরা ভালো ফর্মে থেকে ফাইনালসে যাচ্ছি। কিন্তু আমরা ফেভারিট এবং এটা জিতবো, এই হাইপে বিশ্বাস করার ফাঁদে আমাদের পা দিলে চলবে না। আমাদের বাস্তববাদী হতে হবে এবং ধাপে ধাপে এগোতে হবে।’

এমআই