tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
রাজনীতি প্রকাশনার সময়: ২৫ অক্টোবর ২০২৪, ১১:৪৬ এএম

আওয়ামী লীগের ডিএনএর মধ্যে ফ্যাসিজম রয়েছে: আসিফ নজরুল


আসিফ নজরুল

আওয়ামী লীগের ডিএনএর মধ্যে ফ্যাসিজম রয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন ও বিচার বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।


বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে ‘আদর্শ’র উদ্যোগে আয়োজিত ‘গণতন্ত্রের অভিযাত্রা আসন্ন চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানে গতকাল এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘অনুষ্ঠানে অনেকে আওয়ামী লীগের ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের অবৈধ নির্বাচন নিয়ে কথা বলেছেন। কিন্তু আওয়ামী লীগের পূর্বের অন্যায় কর্মকাণ্ড নিয়ে কেউ বলেননি। স্বাধীন বাংলাদেশে প্রথম বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে সিরাজ শিকদারকে হত্যা করার মধ্য দিয়ে। আওয়ামী লীগ স্বাধীনতার পর থেকে এত বেশি অপকর্ম, হত্যা, গুম ও খুন করেছে, বলতেই হয় আওয়ামী লীগের ডিএনএতে ফ্যাসিজম রয়েছে।’

আসিফ নজরুল বলেন, ‘শুধু আওয়ামী লীগের আমলে তিনটি নির্বাচন নয়। বরং ২০০৮ সালের নির্বাচন ছিল অনেক পরিকল্পিত। এরপর পুরো বাংলাদেশের সব গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। নতুন বাংলাদেশ এমনভাবে সংস্কার করতে হবে দুদক যেন সরকারের প্রতিষ্ঠান হয়ে না দাঁড়ায়। সরকার যেন ফ্যাসিস্ট হয়ে না দাঁড়ায়, বিচার বিভাগ যেন স্বাধীন থাকে, পপুলিজমের পরিবর্তে যেন গোছানো চিন্তাভাবনা থাকে। সবচেয়ে বড় ব্যাপার হলো, আমাদের সবার মধ্যে যেন ঐক্য থাকে, মতবিরোধ না হয়, অনৈক্য যেন না হয়। কেননা এবার হারলে আর সংস্কারের সুযোগ পাওয়া যাবে না।’

সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজ বলেন, ‘গণতন্ত্র হলো বহুমত তৈরির প্রতিষ্ঠান, একমত তৈরির না। একমত তৈরির প্রতিষ্ঠান হলো স্বৈরতন্ত্র। বহুমতের মানুষ একসঙ্গে বাস করবে এটাই গণতন্ত্র। শেখ হাসিনা এ ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছিল। সংবিধানের মৌলিক দায়িত্ব হলো, মানুষের মৌলিক অধিকারগুলো নিশ্চিত করা। যে অধিকারগুলো একজন মানুষ জন্মসূত্রে লাভ করে। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার নিশ্চিতকরণে সংবিধানকে এগিয়ে আসতে হবে।’

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাংবাদিক ও অ্যাক্টিভিস্ট জাহেদ উর রহমান, সাহেদ আলম, মনির হায়দার, সাইয়েদ আব্দুল্লাহ, উমামা ফাতেমা, হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম।

এফএইচ