tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
প্রকাশনার সময়: ১৩ নভেম্বর ২০২১, ১৭:২৬ পিএম

আফগানিস্তানে গম পাঠাবে ভারত, স্থলপথ ব্যবহার করতে দিবে পাকিস্তান


পাক-ভারত.jpg

আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির অনুরোধের জবাবে তিনি বলেছেন, ভারত থেকে আফগানিস্তানে গম পৌঁছানোর ক্ষেত্রে পাকিস্তানের ভূমি ব্যবহার করতে পারবে ভারত।


আফগানিস্তানে চলমান তীব্র খাদ্যসংকটে ত্রাণ হিসেবে দেশটিতে গম পাঠাতে চায় ভারত।

তবে আফগানিস্তানের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ থাকায় পাকিস্তানের ভেতর দিয়ে স্থলপথেই পাঠাতে হবে এই ত্রাণ।

কিন্তু এক্ষেত্রে বড় বিপত্তি পাকিস্তানের সঙ্গে ভারতের তিক্ত সম্পর্ক, যা কয়েকগুণ বেড়ে গেছে ২০১৯ সালে- জম্মু-কাশ্মিরের স্বায়ত্বশাসন বাতিলের পর থেকে।

অবশ্য আফগানিস্তানে গম পাঠানো ইস্যুতে উদারতার পরিচয় দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান।

Afghan.jpg

আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির অনুরোধের জবাবে তিনি বলেছেন, ভারত থেকে আফগানিস্তানে গম পৌঁছানোর ক্ষেত্রে পাকিস্তানের ভূমি ব্যবহার করতে পারবে ভারত।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর দফতরের এক কর্মকর্তা দেশটির জাতীয় দৈনিক ডনকে এ সম্পর্কে বলেন, ‘আফগানিস্তানে খাদ্য-ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর নজিরবিহীন সংকট দেখা দিয়েছে।

এই অবস্থায় আমরা আমাদের নিজেদের তিক্ততাকে একপাশে রাখার সিদ্ধান্ত নিয়েছি।’

এদিকে, শুক্রবার আমির খান মুত্তাকি ও তার নেতৃত্বাধীন আফগান প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন ইমরান খান।

বৈঠকে বর্তমান সংকট উত্তরণে আফগানিস্তান ও আফগান জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

বৈঠকে পাক প্রধানমন্ত্রী বলেন, ‘আফগানিস্তানের নিরাপত্তা ও সন্ত্রাসবাদ বিরোধী কার্যক্রম, সাধারণ আফগান জনগণের অধিকার রক্ষা ও দেশটিতে একটি স্থিতিশীল-অন্তর্ভুক্তি সরকার গঠনে যা যা সহায়তা দেওয়া প্রয়োজন, সাধ্যমত সেসব সরবরাহ করবে পাকিস্তান।’

উল্লেখ্য, দেশটির বর্তমান সংকট নিরসনে খাদ্যশস্য ও চিকিৎসা উপকরণ পাঠানো এবং বিদেশের যেসব ব্যাংকে আফগানিস্তানের অর্থ আটকে আছে, তা ছাড়ে সহযোগিতা করার আশ্বাসও দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

এইচএন