tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ২০ সেপ্টেম্বর ২০২২, ১১:৩৬ এএম

অন্ত্যেষ্টিক্রিয়া শেষে স্বামীর পাশে সমাহিত রানী এলিজাবেথ


6582

রানী দ্বিতীয় এলিজাবেথকে এক ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে উইন্ডসরের সেইন্ট জর্জেস চ্যাপেলের কাছে তার স্বামী ডিউক অব এডিনবরার পাশে সমাহিত করা হয়েছে বলে জানানো হয়েছে রাজপরিবারের পক্ষ থেকে। এ সময় কেবল ঘনিষ্ঠ পারিবারিক সদস্যরা উপস্থিত ছিলেন।


সোমবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজপরিবারের সদস্যরা সেইন্ট জর্জেস চ্যাপেলে রানিকে সমাহিত করেন।

৮ সেপ্টেম্বর স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসেলে মারা যান ৯৬ বছর বয়সী রানি দ্বিতীয় এলিজাবেথ। এর ১১ দিন পরে সোমবার তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়।

রাজপরিবারের ওয়েবসাইটে এক বিবৃতিতে এ খবর জানানো হয়।

এর আগে গতকাল রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যানুষ্ঠানের দৃশ্য সারাদিন ধরে দেখা গেছে।

দিনটি শুরু হয়েছিল ওয়েস্টমিনস্টার হলে রাষ্ট্রীয় মর্যাদায় রানির শায়িত অবস্থার উপসংহার টানার মাধ্যমে। এরপর তার কফিন শোভাযাত্রা করে ওয়েস্টমিনস্টার অ্যাবিতে নিয়ে আসা হয়। সেখানে প্রায় দুই হাজার মানুষ এক শেষকৃত্যানুষ্ঠানে অংশ নেন, যাদের মধ্যে ছিলেন বহু রাষ্ট্র এবং সরকার প্রধান।

এরপর এক বিশাল শোকযাত্রা কফিন নিয়ে ওয়েলিংটন আর্চের দিকে যাত্রা করে, যেটি ব্রিটিশ ইতিহাসের এক গৌরবময় প্রতীক।

রানির কফিন এরপর একটি শবযানে রাখা হয়। এটি যাত্রা করে উইন্ডসরের দিকে।

রানির কফিন নিয়ে তৃতীয় শোকমিছিলটি উইন্ডসরের দীর্ঘ রাস্তা পেরিয়ে সেইন্ট জর্জেস চ্যাপেলে যায়। সেখানে রানির স্মরণে আরেকটি প্রার্থনায় যোগ দেন প্রায় আট শ’ মানুষ। সূত্র : আলজাজিরা ও বিবিসি।

এন