tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
খেলা প্রকাশনার সময়: ২৪ জানুয়ারী ২০২২, ১৫:১৯ পিএম

সাকিবকে টপকে বর্ষসেরা বাবর আজম


বাবর.jpg

২০২১ মৌসুমটা যেন পাকিস্তানের। গতকাল রোববার ( ২৩ জানুয়ারি) আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার হয়েছিলেন মোহাম্মদ রিজওয়ান।


পাকিস্তান ক্রিকেটের সুসময় চলছে। ২০২১ মৌসুমটা যেন বাবর আজমদের। গতকাল রোববার ( ২৩ জানুয়ারি) আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার হয়েছিলেন মোহাম্মদ রিজওয়ান।

একদিন পরেই বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের নাম ঘোষণা হলো। এখানে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন রিজওয়ানদের অধিনায়ক বাবর আজম।

ওয়ানডের বর্ষসেরা হওয়ার সংক্ষিপ্ত তালিকায় বাবর আজমের সঙ্গে ছিলেন বাংলাদেশের সাকিব আল হাসান, দক্ষিণ আফ্রিকার জানেমান মালান ও আয়ারল্যান্ডের পল স্টার্লিং।

শেষ পর্যন্ত বাকি তিনজনকে পেছনে ফেলে বর্ষসেরার খেতাব জিতলেন বাবর আজম। পাকিস্তানের অধিনায়ক আইসিসির বর্ষসেরা ওয়ানডে এবং টি-টোয়েন্টি দলের অধিনায়কও নির্বাচিত হয়েছেন।

বাবর গত বছর মাত্র ৬টি ওয়ানডেতে ৬৭.৫০ গড়ে ৪০৫ রান করেন। রয়েছে দুটি সেঞ্চুরি ছিল। বাবর আজম দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ছিলেন দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। ওই সিরিজে বাবর করেছিলেন ২২৮ রান।

প্রোটিয়াদের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জেতানোর সঙ্গে দুই ম্যাচেই বাবর হয়েছিলেন ম্যাচসেরা।

এরপর ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তান ৩-০ ব্যবধানে সিরিজ হারলেও বাবর তিন ম্যাচে করেন ১৭৭ রান।

এইচএন