tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
খেলাধুলা প্রকাশনার সময়: ০৪ জানুয়ারী ২০২৪, ১৭:৫৬ পিএম

এলগারের বিদায়ী টেস্ট জিতে সিরিজ ড্র করল ভারত


rohit-elgar-test-3-20240104174846

কেপটাউন টেস্টে দক্ষিণ আফ্রিকার ভাগ্যে কী আছে, সেটি প্রথম ইনিংসেই প্রায় নিশ্চয়তা পাওয়া গিয়েছিল। ভারতীয় পেসারদের তোপে তারা মাত্র ৫৫ রানেই গুটিয়ে যায়। আরও একটি বিষয় সত্যি হয়েছে সিরিজের শেষ ও দ্বিতীয় টেস্ট ম্যাচটিতে। প্রথম দিনেই দু’দল হারিয়েছিল ২৩ উইকেট, ফলে দ্বিতীয় দিনেরও খেলা হবে কি না সেই শঙ্কা ছিল।


বৃহস্পতিবার (৩জানুয়ারি) ভারতের দেওয়া লিড টপকে এদিন প্রোটিয়ারা মাত্র ৭৯ রানের লক্ষ্য দাঁড় করায়। যা ভারত পেরিয়েছে ৭ উইকেট হাতে রেখেই।

এর মধ্য দিয়ে টি-টোয়েন্টি সিরিজের পর টেস্ট সিরিজও ১-১ সমতা দিয়ে শেষ করল ভারত-দক্ষিণ আফ্রিকা। দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে সেঞ্চুরিয়ানে ব্যাটিং ব্যর্থতায় ইনিংস ও ৩২ রানের ব্যবধানে হেরেছিল ভারত। এরপর পেসস্বর্গ কেপটাউনের উইকেটে স্বাগতিকরা নিজেদের ফাঁদে নিজেরাই পড়েছে।

ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজের ৬ শিকারে তারা প্রথম ইনিংসে তুলতে পারে মাত্র ৫৫ রান। যা পেরিয়ে সফরকারীরা লিড পায় ৯৮ রানের। অথচ ওই রানে পৌঁছার আগেই দ্বিতীয় ইনিংসে ডিন এলগারের দল পাঁচ উইকেট হারায়। তবে শেষ পর্যন্ত এইডেন মার্করামের অনবদ্য সেঞ্চুরিতে অলআউট হওয়ার আগে দক্ষিণ আফ্রিকা ১৭৬ রান তোলে।

বিস্তারিত আসছে…

এসএম