tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
রাজনীতি প্রকাশনার সময়: ০৪ ডিসেম্বর ২০২২, ২১:০৩ পিএম

যশোরে ১২ নেতাকর্মী গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াত


গ্রেফতার

গত দুই দিনে যশোর জেলা ও যশোর শহর শাখার নেতাকর্মীদের বিভিন্ন বাসাবাড়ি ও অফিসে তল্লাশি চালিয়ে যশোর জেলা শাখার আমীর মোঃ আবু জাফর-সহ ১২ জন নেতাকর্মীকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম ৪ ডিসেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন,


“গত দুই দিনে বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা ও যশোর শহর শাখার বিভিন্ন বাসাবাড়ি ও অফিসে তল্লাশি চালিয়ে পুলিশ যশোর জেলা শাখার আমীর মোঃ আবু জাফর-সহ ১২ জন নেতাকর্মীকে সম্পূর্ণ অন্যায়ভাবে গ্রেফতার করেছে। নেতাকর্মীদের বাসাবাড়ি ও অফিসে ভাঙচুর করা হয়েছে। আমরা সরকারের এ ধরনের ফ্যাসিবাদী আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

সরকারের সীমাহীন দুর্নীতি, লুটপাট ও ফ্যাসিবাদী কর্মকাণ্ডের বিরুদ্ধে গোটা দেশবাসী যখন প্রতিবাদে আন্দোলন মুখর হয়ে উঠছে, তখন জনদৃষ্টি ভিন্ন দিকে প্রবাহিত করার লক্ষ্যে দেশের বিভিন্ন জায়গায় জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের মিথ্যা ও বায়বীয় মামলা দিয়ে গণহারে গ্রেফতার ও হয়রানি করা হচ্ছে।

নেতাকর্মীদের বাসাবাড়ি ও ব্যাবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এক ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, গণহারে গ্রেফতার ও মামলা-হামলা করে জনগণের এই আন্দোলন বন্ধ করা যাবে না। জনগণের এই স্বতঃফূর্ত আন্দোলনের মাধ্যমেই বর্তমান স্বৈরাচারী শাসনের পতন ঘটবে।

অবিলম্বে যশোর জেলা শাখার আমীর মোঃ আবু জাফর-সহ ১২ জন ও সারাদেশে গ্রেফতারকৃত জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের সকল নেতাকর্মীকে নিঃশর্তভাবে মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।”

এন