ইংল্যান্ড দল থেকে বাদ পড়লেন মঈন-বেয়ারস্টো
Share on:
অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন সাদা বলের সিরিজের জন্য ইংল্যান্ড ক্রিকেট দল তাদের স্কোয়াড ঘোষণা করেছে।
যেখানে উল্লেখযোগ্যভাবে জনি বেয়ারস্টো, মঈন আলি এবং ক্রিস জর্ডান বাদ পড়েছেন। বাদ পড়া এই ত্রয়ী ইংল্যান্ডের সাম্প্রতিক টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে ছিলেন এবং সেমিফাইনালে ভারতের কাছে হেরে তাদের ঘরে ফিরতে হয়।
অভিজ্ঞ এই তিন ক্রিকেটারের পরিবর্তে পাঁচজন নতুন মুখ স্কোয়াডে সুযোগ পেয়েছেন। জর্ডান কক্স, জ্যাকব বেটেল, ড্যান মৌসলি, জশ হাল এবং জন টার্নার - যারা সবাই দেশের ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করেছেন, এবার তাদের ইংল্যান্ড জাতীয় আন্তর্জাতিক অভিষেকের সুযোগ মিলেছে।
এদিকে, ইংল্যান্ড দলে ফিরছেন অধিনায়ক জস বাটলার এবং ফাস্ট বোলার জোফরা আর্চার। বাটলার, যিনি দ্য হানড্রেড টুর্নামেন্টের পুরো সময় জুড়ে কাফ ইনজুরির কারণে বাইরে ছিলেন, পুরোপুরি সুস্থ হয়ে ফিরছেন। অন্যদিকে, অনেকদিন ধরে ইনজুরিতে ভোগা আর্চারকে নিয়েও সতর্ক ইংল্যান্ডের টিম ম্যাানেজমেন্ট।
অন্যদিকে ইংল্যান্ডের টি-টোয়েন্টি স্কোয়াডে অভিজ্ঞ এবং নতুন খেলোয়াড়দের মিশ্রণ রয়েছে। কিপার-ব্যাটার কক্সের নির্বাচন বেশ প্রত্যাশিত ছিল, কারণ তিনি ইংল্যান্ডের ঘরোয়া টুর্নামেন্টগুলোতে ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করেছেন। জশ হালের বাঁহাতি বোলিং এবং শেষে ঝড়ো ব্যাটিং করার দক্ষতা তাকে স্কোয়াডের বিশেষ সম্পদ হিসেবে তুলে ধরেছে।
অন্যদিকে জন টার্নার তার গতিময় বোলিং এবং এনার্জি দিয়ে দ্য হানড্রেডে নির্বাচকদের নজর কেড়েছেন। অলরাউন্ডার জ্যাকব বেটেল এবং ড্যান মৌসলিকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা অবশ্য ইংল্যান্ডের পরিবর্তিত ফোকাসকেই গুরুত্ব দেয়।
শ্রীলঙ্কার বিপক্ষে চলমান টেস্ট সিরিজের স্কোয়াড থেকে অবশ্য শুধু হ্যারি ব্রুক, ম্যাথিউ পটস, গাস অ্যাটকিনসন এবং জেমি স্মিথ অংশ নেবেন।
মার্ক উড এবং বেন স্টোকসকে বাদ দেওয়া হয়েছে ইনজুরির কারণে এবং জো রুটকে ওয়ানডে স্কোয়াড থেকে বিশ্রাম দেওয়া হয়েছে।
আগামী ১১ সেপ্টেম্বর থেকে তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ দিয়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই শুরু হবে, এরপর পাঁচটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে যা আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতির অংশ হিসেবে বিবেচিত হচ্ছে। ইংল্যান্ডের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে সিরিজে দায়িত্ব পালন করবেন মার্কাস ট্রেসকোথিক।
ইংল্যান্ডের টি-টোয়েন্টি স্কোয়াড:
জস বাটলার (অধিনায়ক), জোফরা আর্চার, জ্যাকব বেটেল, ব্রায়ডন কার্স, জর্ডান কক্স, স্যাম কারান, জশ হাল, উইল জ্যাকস, লিয়াম লিভিংস্টোন, সাকিব মাহমুদ, ড্যান মৌসলি, আদিল রশিদ, ফিল সল্ট, রিস টপলি, জন টার্নার।
ইংল্যান্ডের ওয়ানডে স্কোয়াড:
জস বাটলার (অধিনায়ক), জোফরা আর্চার, গাস অ্যাটকিনসন, জ্যাকব বেটেল, হ্যারি ব্রুক, ব্রায়ডন কার্স, বেন ডাকেট, জশ হাল, উইল জ্যাকস, ম্যাথিউ পটস, আদিল রশিদ, ফিল সল্ট, জেমি স্মিথ, রিস টপলি, জন টার্নার।
এফএইচ