tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
জাতীয় প্রকাশনার সময়: ১৭ মে ২০২৩, ১১:৫৫ এএম

আশুলিয়ায় সিলিন্ডার কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ জনের মৃত্যু


7

সাভারের আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার মজুত ও রিফিল কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও দুজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ মে) মধ্যরাতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন থেকে তাদের মৃত্যু হয়। তারা হলেন মো. নুরুন্নবী (১৮) ও মো. বেল্লাল হোসেন (৩৫)। এ নিয়ে এ ঘটনায় তিনজনের মৃত্যু হলো।


এর আগে শনিবার (১৩ মে) সকাল ১০টার দিকে আশুলিয়ার ফ্যান্টাসি কিংডম সংলগ্ন তেঁতুলতলা এলাকার বিল্লালের কারখানায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন এসএম আইউব হোসেন জানান, সাভার আশুলিয়া থেকে দগ্ধ অবস্থায় শিশুসহ আমাদের এখানে চারজন এসেছিল। তাদের মধ্যে শরিফুল ইসলাম নামে এক যুবক সোমবার (১৫ মে) বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার শরীরের ৯৮ শতাংশ দগ্ধ হয়েছিল।

তিনি আরও বলেন, মঙ্গলবার (১৬মে) রাত ৮টার দিকে মো. নুরুন্নবী আইসিইউতে মারা যান। তার শরীরে ৪৩ শতাংশ দগ্ধ ছিল। মো. বেলাল হোসেন রাত ১০টার দিকে আইসিইউতে মারা যান। তার শরীরে ৩৬ শতাংশ দগ্ধ ছিল। এ ঘটনায় দগ্ধ আরও এক শিশু চিকিৎসাধীন আছেন।

নুরুন্নবী গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলায়, ও মো. বিল্লাল হোসেনের গ্রামের বাড়ি রংপুর জেলায়।

এবি