tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ১৩ মার্চ ২০২২, ২০:৩৬ পিএম

ইউক্রেন থেকে ভারতীয় দূতাবাস স্থানান্তর


দূতাবাস

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে দূতাবাস সরিয়ে নিয়েছে ভারত। চলমান যুদ্ধের তীব্রতা বাড়ার কারণে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় সাময়িকভাবে ভারতের দূতাবাস সরিয়ে পার্শ্ববর্তী দেশ পোল্যান্ডে স্থানান্তর করা হয়েছে।


রোববার (১৩ মার্চ) নয়া দিল্লি বিষয়টি নিশ্চিত করেছে।

ভারত সরকার জানায়, ইউক্রেনের পশ্চিমাঞ্চলে হামলাসহ দেশটির দ্রুত অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ইউক্রেনের ভারতীয় দূতাবাস অস্থায়ীভাবে পোল্যান্ডে স্থানান্তর করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পরিস্থিতির উন্নয়ন ঘটলে ইউক্রেনে দূতাবাস ফের ফিরিয়ে আনার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানিয়েছে ভারত।

এর আগে, রোববারই পোল্যান্ডের সীমান্তবর্তী ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় লিভভ শহরে সামরিকঘাঁটিতে রুশ বাহিনীর হামলায় ৩৫ জন নিহত হন।

উল্লেখ্য, কয়েকদিন আগেই ইউক্রেনে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত মারাত্মক নিরাপত্তা ঝুঁকির কারণে সেদেশ ছেড়ে যায়। ইউেক্রনে এখন ব্রিটিশ দূতাবাসের সব অফিস বন্ধ রয়েছে বলে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন।

এমআই