রাজশাহীতে দু’পক্ষের সংঘর্ষে যুবক গুলিবিদ্ধ
Share on:
রাজশাহী নগরীতে আওয়ামী লীগ নেতা ও ওয়ার্ড কাউন্সিলর গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দিবাগত রাত ১০টার দিকে নগরীর বালিয়াপুকুর এলাকায় এ ঘটনা ঘটে।
এসময় গোলাগুলি শুরু হলে আকরামুল হক গুড্ডু (৩৫) নামে একজন গুলিবিদ্ধ হয়েছেন। তার পায়ে গুলি লাগে।
আহত গুড্ডু নগরীর বড়বনগ্রাম এলাকার সিরাজুল ইসলামের ছেলে। তিনি কাউন্সিলর গ্রুপের অনুসারী।
স্থানীয়রা জানান, রাসিকের ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামান মনিরের সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ নেতা তরিকুল ইসলামের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় কাউন্সিলরের কার্যালয়ে দুই যুবকের পুর্বশত্রুতা ও মারামারির ঘটনার আপস মীমাংসার জন্য শালিস বসে। বৈঠকে সেখানে তরিকুল ইসলাম তরিক একটি পক্ষের হয়ে কথা বলেন।
তারা জানান, এক পর্যায়ে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে তরিক উত্তেজিত হয়ে গালিগালাজ করে শালিস বৈঠক থেকে চলে যান। পরে ওয়ার্ড কাউন্সিলরের বাবাসহ তার লোকজন তরিকের বাড়িতে গিয়ে কাউন্সিলরকে গালাগালি করার কৈফিয়েত চান। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ লেগে যায়। এসময় উভয় পক্ষ ইট পাটকেল নিক্ষেপ করে। এক পর্যায়ে গোলাগুলি শুরু হলে গুড্ডু গুলিবিদ্ধ হন।
কাউন্সিলর মরিরুজ্জামান মনি বলেন, আমাকে উদ্দেশ্য করে তরিক কয়েক রাউন্ড গুলি করে। কিন্তু গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে একটি গুড্ডুর ডান পায়ে লাগে।
এ বিষয়ে আরএমপির বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একটি সংঘর্ষ হয়। তবে পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এনএইচ