tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ১১ অক্টোবর ২০২৩, ১০:০১ এএম

নিখোঁজ মার্কিন নাগরিকের সংখ্যা জানাল হোয়াইট হাউস


image_30164_1696988968

ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধের কারণে দেশটিতে আটকা পড়েছেন বিদেশি নাগরিকরা। এরমধ্যে অঞ্চল দুটিতে আটকা পড়েছেন কয়েকজন মার্কিন নাগরিকও। হোয়াইট হাউসের নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান এ তথ্য জানিয়েছেন।


তিনি বলেন, ইসরায়েলে হামলার মধ্যে দেশটিতে থাকা অন্তত ২০ মার্কিনির কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

সুলিভান জানান, ইসরায়েলে ফিলিস্তিনি হামলার মধ্যে কয়েকজন মার্কিন নাগরিককে আটক করেছে হামাস। তবে তিনি ঠিক কতজনকে আটক করা হয়েছে তবে তা তিনি স্পষ্ট করে জানাননি।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানান, শনিবার হামলার পরে অন্তত ১৪ জন মার্কিন নাগরিক নিহত হয়েছেন।

সুলিভান জানান, যুক্তরাষ্ট্র যুদ্ধে মধ্যস্থতার চেষ্টা করছে এবং ইসরাইলকে নানাভাবে সহযোগিতা করলেও দেশটিতে আপাতত তাদের সৈন্য পাঠানোর কোনো পরিকল্পনা নেই।

গত শনিবার হামাস ইসরায়েলে হঠাৎ হামলা চালালে গাজায় পাল্টা হামলা শুরু ইসরায়েল। দুপক্ষের পাল্টাপাল্টি হামলায় যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে। এসব হামলায় হতাহতের সংখ্যাও বাড়ছে হু হু করে। এই যুদ্ধে এ পর্যন্ত নিহতের সংখ্যা ১৫০০ ছাড়িয়েছে। আহত হয়েছে ৬ হাজারের বেশি মানুষ।

এনএইচ