কৃষ্ণসাগর থেকে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা
Share on:
ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, কৃষ্ণসাগর থেকে শনিবার (১৮ ফেব্রুয়ারি) চারটি কালিবার ক্রুস ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া। এর মধ্যে দু’টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে ইউক্রেনীয় বাহিনী।
কৃষ্ণসাগর থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার ব্যাপারে এক বিবৃতিতে ইউক্রেনের বিমানবাহিনী বলেছে, ‘রাশিয়ার দখলদার বাহিনী ১৮ ফেব্রুয়ারি কৃষ্ণ সাগর থেকে চারটি কালিবার ক্রুস ক্ষেপণাস্ত্র ছুড়েছে। দু’টি ক্ষেপণাস্ত্র আটকানো হয়েছে।’
ইউক্রেনের প্রেসিডেন্ট দপ্তরের প্রধান কর্মকর্তা আন্দ্রি ইয়ারমাক বলেছেন, ‘রাশিয়া কৌশলগত বিমান ব্যবহার করে, বিশেষ করে দখলকৃত অঞ্চলগুলোর ওপর ক্ষেপণাস্ত্র ছুড়ছে।’
শনিবার খমেলতেনস্কি শহরে দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন ওই অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান সেরহি হামালি।
টেলিগ্রাম পোস্টে তিনি জানিয়েছেন, রাশিয়ার হামলায় একটি সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া হামলার কম্পনে কয়েকটি বেসামরিক ভবন, তিনটি শিক্ষা প্রতিষ্ঠান এবং কয়েকশ জানালা ভেঙে পড়েছে।
এই হামলায় দু’জন মানুষ আহত হয়েছেন বলেও জানিয়েছেন তিনি। তবে তাদের অবস্থা স্থিতিশীল।
নতুন ক্ষেপণাস্ত্র হামলার ব্যাপারে কথা বলেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও। তিনি বলেছেন, ‘বেসামরিক মানুষকে আতঙ্কিত করা বন্ধ করেনি সন্ত্রাসী রাষ্ট্র।’ তিনি জানিয়েছেন, গত একদিনে ইউক্রেনের ১০টি শহরে গোলা ছুড়েছে রুশ সেনারা। সূত্র: সিএনএন
এমআই