tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
রাজনীতি প্রকাশনার সময়: ২৫ জানুয়ারী ২০২৪, ২০:০১ পিএম

বিত্তবানদের উচিত দরিদ্র মানুষের সেবায় কাজ করা : মাওলানা হালিম


809122_112

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেছেন, বিত্তবানদের উচিত দরিদ্র মানুষের সেবায় কাজ করা


বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দিনাজপুর উত্তর সাংগঠনিক জেলার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ৭ জানুয়ারির প্রহসনের নির্বাচনে সারাদেশের ভোটারদের ন্যায় দিনাজপুরের ভোটারগণও ভোট দেয়নি। সরকারের ডামি নির্বাচন প্রত্যাখ্যান করায় আমি দিনাজপুরবাসীকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বর্তমান একদলীয় বাকশালি সরকার ও সংসদ অবৈধ। দেশবাসী কেয়ারটেকার সরকারের অধীনে অবাধে ভোট দিয়ে নিজেদের পছন্দের সরকার প্রতিষ্ঠা করতে চায়। এ দাবিতে দেশবাসী ঐক্যবদ্ধ।’

মাওলানা আবদুল হালিম আরো বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি নিয়মতান্ত্রিক, গণতান্ত্রিক ও ইসলামী রাজনৈতিক দল। সাংবিধানিক নিয়ম-নীতি মেনে জামায়াতে ইসলামী শান্তিপূর্ণ উপায়ে রাজনৈতিক কর্মসূচিসহ সকল সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে থাকে। এতদসত্ত্বেও ফ্যাসিস্ট সরকার জামায়াতে ইসলামীকে মিটিং-মিছিল করতে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। সংগঠনের অসংখ্য নেতাকর্মীকে গ্রেফতার করে মিথ্যা সাজানো মামলা দিয়ে বন্দি করে রেখেছে। শত শত নেতাকর্মীকে গুম, খুন ও পঙ্গু করা হয়েছে। সরকারের সকল জুলুম-নির্যাতন উপেক্ষা করে দেশে ইসালমী আন্দোলনের কাজ এগিয়ে যাচ্ছে। ফ্যাসিস্ট সরকারের নানা প্রতিবন্ধকতার কারণে শীতবস্ত্র প্রদানের মতো মানবিক কাজও অবাধে করা সম্ভব হচ্ছে না। ফ্যাসিস্ট সরকারের সীমাহীন জুলুম-নিপীড়ন উপেক্ষা করে জামায়াতে ইসলামী সামর্থ্য অনুযায়ী আর্ত মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। জামায়াতে ইসলামী দেশের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ধর্ম-বর্ণ-দল নির্বিশেষে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। জামায়াত অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে চায়।’

তিনি দেশবাসীর উদ্দেশে বলেন, আশা করি আপনারা জামায়াতে ইসলামীর জনকল্যাণমূলক কাজ ও ইসলামী সমাজ বিনির্মাণে সার্বিক সহযোগিতা করবেন।

তিনি বলেন, বেশ কিছু দিন ধরে উত্তরাঞ্চলসহ সারাদেশে তীব্র শীত জেঁকে বসেছে। খেটে-খাওয়া দিনমজুর মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কৃষক-শ্রমিক ও দিনমজুর নিম্ন আয়ের মানুষজন মানবেতর জীবন-যাপন করছে। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম আকাশচুম্বী। যারা দুবেলা দুমুঠো খাবার জোগাতে পারে না, তাদের পক্ষে শীতবস্ত্র ক্রয় কীভাবে সম্ভব? এমতাবস্থায় একটি দায়িত্বশীল ও জনকল্যাণমুখী সংগঠন হিসেবে জামায়াতে ইসলামী শীতার্ত মানুষের দুর্দশা লাঘবে এগিয়ে এসেছে। আশা করি দুর্গত মানুষরা এতে কিছুটা হলেও উপকৃত হবেন। গণমানুষের জন্য জামায়াতের এই কল্যাণকামিতা আগামী দিনেও অব্যাহত থাকবে-ইনশাআল্লাহ। তিনি বিত্তবানদেকে দরিদ্র মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।’

চিরিরবন্দর উপজেলা নায়েবে আমির জনাব ওয়ালি উদ্দিদের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি জনাব আবদুল মমিনের সঞ্চালনায় চিরিরবন্দর উপজেলার শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা আমির ও চিরিরবন্দর উপজেলার সাবেক চেয়ারমন্যান জনাব আফতান উদ্দিন মোল্লা ও দিনাজপুর উত্তর সাংগঠনিক জেলা আমির অধ্যক্ষ আনিসুর রহমান প্রমুখ।

প্রেস বিজ্ঞপ্তি