স্বৈরাচারী সরকারের দুঃশাসনে দেশের মানুষ অতিষ্ঠ : মাওলানা এটিএম মা’ছুম
Share on:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম বলেন, স্বৈরাচারী সরকারের দুঃশাসনে দেশের মানুষ অতিষ্ঠ।
বুধবার ( ৩ জানুয়ারি ) সিরাজগঞ্জ পৌরসভার রামগতি মহল্লাহর বাসিন্দা ও জামায়াত কর্মী মনির আহমাদ ও তার স্ত্রী লাকী খাতুনকে অন্যায়ভাবে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “সিরাজগঞ্জ পৌরসভার রামগতি মহল্লাহর বাসিন্দা ও জামায়াত কর্মী মনির আহমাদ ও তার স্ত্রী লাকী খাতুনকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে কোনো ওয়ারেন্ট ছিল না। সম্পূর্ণ বিনা কারণে ৬৮ বছরের বৃদ্ধ-বৃদ্ধাকে নিজ বাসা থেকে বেআইনিভাবে গ্রেফতার করা হয়েছে। সরকারের এই গ্রেফতার অমানবিক, অনাকাক্সিক্ষত ও অনভিপ্রেত। আমি জালিম সরকার কর্তৃক বৃদ্ধ দম্পত্তির গ্রেফতারের চরম ধিক্কার জানাই। ফ্যাসিস্ট সরকারের গ্রেফতার থেকে নারী-শিশু-বৃদ্ধরাও রেহাই পাচ্ছেন না।
সরকারের গ্রেফতার, হামলা-মামলায় দেশের নাগরিকরা দিশেহারা হয়ে পড়েছে। মানুষের চোখে-মুখে আতঙ্কের ছাপ বিরাজ করছে। সরকার গণগ্রেফতার ও জুলুম-নির্যাতন চালিয়ে বাংলাদেশকে এক আতঙ্কের জনপদে পরিণত করেছে। গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থান থেকে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ১০ জন নেতাকর্মীকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। আমি সরকারের অন্যায় গ্রেফতার ও জুলুম-নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
নাগরিকদের জানমালের কোনো নিরাপত্তা নেই। নাগরিকদের ভোটাধিকার কেড়ে নেয়া হয়েছে। মানুষের কণ্ঠ রুদ্ধ করা হয়েছে। বিদেশে টাকা পাচার করে ও লুটপাট চালিয়ে দেশের অর্থনীতি ধ্বংস করা হয়েছে। এভাবে কোনো দেশ চলতে পারে না। সরকারের জুলুম নির্যাতনের-বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমি সংগ্রামী দেশবাসীর প্রতি আহবান জানাচ্ছি। পাশাপাশি আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ সারাদেশে গ্রেফতারকৃত সকল নেতাকর্মীকে অবিলম্বে মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।
প্রেস বিজ্ঞপ্তি