tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
জাতীয় প্রকাশনার সময়: ১৩ ডিসেম্বর ২০২১, ১৩:০১ পিএম

শৈত্যপ্রবাহ নিয়ে আসছে পৌষ


শৈত্যপ্রবাহ.jpg

আগামী ২ দিন পরেই শুরু হবে শীতের প্রথম মাস পৌষ। তার আগে সারাদেশে শীতের আমেজ শুরু হলেও পৌষের প্রথম সপ্তাহেই দেখা মিলবে শৈত্যপ্রবাহ। এমনটাই আভাস আবহাওয়াবিদদের।


আগামী ২ দিন পরেই শুরু হবে শীতের প্রথম মাস পৌষ। তার আগে সারাদেশে শীতের আমেজ শুরু হলেও পৌষের প্রথম সপ্তাহেই দেখা মিলবে শৈত্যপ্রবাহ। এমনটাই আভাস আবহাওয়াবিদদের।

আজ সোমবার (১৩ ডিসেম্বর) আবহাওয়াবিদ রুহুল কুদ্দুছ জানিয়েছেন, চলতি মাসের তৃতীয় সপ্তাহ অর্থাৎ আগামী ১৮ থেকে ২০ ডিসেম্বরের দিকে দেশের উত্তরাঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।

এছাড়া আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। আগামী ৩-৪ দিনের মধ্যে বৃষ্টির কোনো সম্ভাবনাও নেই।

এদিকে রোববার ( ১২ ডিসেম্বর) তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস থাকলেও সোমবার (১৩ ডিসেম্বর) সকালে তা বেড়ে হয়েছে ১০ দশমিক ১ ডিগ্রি।

এইচএন