কবি আসাদ বিন হাফিজকে দেখতে হাসপাতালে সাংস্কৃতিক নেতৃবৃন্দ
Share on:
আশির দশকের খ্যাতিমান কবি আসাদ বিন হাফিজ রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার খোঁজ-খবর নিতে হাসপাতালে গিয়েছিলেন বাংলাদেশ কালচারাল একাডেমির চেয়ারম্যানসহ নেতৃবৃন্দ।
রোববার (৬ নভেম্বর) কবি আসাদ বিন হাফিজের সাথে দেখা করেন বাংলাদেশ কালচারাল একাডেমির চেয়ারম্যান বাচিকশিল্পী শরীফ বায়জীদ মাহমুদ।
এসময় সাথে ছিলেন সেক্রেটারি ইবরাহীম বাহারী, সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের সেক্রেটারি বাচিকশিল্পী মাহবুব মুকুল ও দেশীয় সংস্কৃতি সংসদের সমন্বয়ক মোস্তাফা মনোয়ার। তারা কবির চিকিৎসার খোঁজ-খবর নেন এবং তার রোগ মুক্তি কামনায় দোয়া করেন। তারা জানিয়েছেন, কবি অবস্থা এখন আগের চেয়ে ভালো।
উল্লেখ্য,গত অক্টোবর মাসের শেষ শনিবার কবি জ্বরে আক্রান্ত হলে বাসায় প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে ডাক্তারের পরামর্শে হাসপাতলে ভর্তি করা হয়েছে। কবির রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমতে থাকায় ডাক্তাররা তাকে হাসপাতালে রেখে চিকিৎসার ব্যবস্থা করেছেন।
যেহেতু ইতোপূর্বে তার হার্টের অপারেশন হয়েছে এবং ডায়াবেটিসের সমস্যা আছে। কবিকে কয়েক ব্যাগ রক্ত দেয়ার পর আস্তে আস্তে অবস্থার উন্নতি হচ্ছে।
প্রসঙ্গত, কবির রক্তের গ্রুপ এবি পজটিভ। (প্রেস বিজ্ঞপ্তি)
এন