tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ০২ অগাস্ট ২০২৪, ০৯:০৫ এএম

নেতানিয়াহুর বিষয়ে বাইডেনকে যে সতর্কবার্তা দিলেন এরদোগান


image-833081-1722564196

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে বলেছেন, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রশাসন দেখিয়েছে যে তারা যুদ্ধবিরতি ও শান্তি চায় না।


বৃহস্পতিবার এক ফোনালাপে এরদোগান গাজায় যুদ্ধবিরতি আলোচনায় ফিলিস্তিনি পক্ষের প্রধান আলোচক হামাসের পলিটিক্যাল ব্যুরো প্রধান ইসমাইল হানিয়াহকে ইসরাইলের হত্যাকাণ্ডে তুরস্কের ক্ষোভ প্রকাশ করেন।

এরদোগান বলেন, এই হত্যাকাণ্ড যুদ্ধবিরতি প্রচেষ্টায় একটি বড় আঘাত হেনেছে। তেলআবিব এই অঞ্চলে গাজার সহিংসতা ছড়িয়ে দিতে চায়।

তুরস্কের প্রেসিডেন্সিয়াল কমিউনিকেশন ডিরেক্টরেট জানিয়েছে, গাজা ছাড়াও এই দুই নেতা তুরস্ক-যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেছেন। দ্বিপাক্ষিক সম্পর্ক, তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থা (এমআইটি) এবং আঞ্চলিক ও বৈশ্বিক উন্নয়ন দ্বারা সমন্বিত সাম্প্রতিক বন্দি বিনিময়।

বাইডেন রাশিয়ার সঙ্গে কার্যকর বন্দি বিনিময়ের বিষয়ে তুরস্কের অবদানের জন্য এরদোগানকে ধন্যবাদ জানান।

এনএইচ