হিজবুল্লাহ দুর্বল হয়েছে, তবে নিশ্চিহ্ন হয়নি : মার্কিন গোয়েন্দা
Share on:
ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ বিদেশে হামলা চালানোর সক্ষমতা এখনো রাখে বলে ইসরাইলকে সতর্ক বার্তা দিয়েছেন মার্কিন শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা।
মঙ্গলবার (১২ নভেম্বর) মার্কিন সরকারের শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা ব্রেট হোলমগ্রেন জাতীয় সন্ত্রাসবিরোধী কেন্দ্রের (NCTC) ভারপ্রাপ্ত পরিচালক এই মন্তব্য করেন।
তিনি বলেন, হিজবুল্লাহর সামরিক সক্ষমতা ব্যাপকভাবে দুর্বল হয়ে পড়েছে। তবে তাদের ইসরাইলের সঙ্গে সীমান্তে স্থল বাহিনী এখনো প্রায় অক্ষত রয়েছে।
তিনি আরও বলেন, লেবাননের এই গ্রুপটি মূলত ইরান থেকে অস্ত্র ও অর্থ পায়। এখনো বিদেশে হামলা চালানোর ক্ষমতা রাখে তারা।
ব্রেট হোলমগ্রেন বলেন, আমাদের মূল্যায়ন অনুযায়ী ইসরাইলি সামরিক অভিযানের ফলে হিজবুল্লাহর সামরিক সক্ষমতা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
তবে তিনি সতর্ক করে বলেন, হিজবুল্লাহ অনেক আগে থেকেই বিশাল রকেট, ক্ষেপণাস্ত্র ও অন্যান্য সামরিক শক্তি সংগ্রহ করেছিল। তারা অত্যন্ত শক্ত অবস্থানে শুরু করেছিল।
হিজবুল্লাহ ৮ অক্টোবর গত বছর ইসরাইলি সীমান্তে আক্রমণ শুরু করে। একদিন পরে হামাস ইসরাইলে হামলা চালানোর পর। ইসরাইলের প্রতিক্রিয়া গাজা ধ্বংস করে দিয়েছে এবং লেবাননে পূর্ণাঙ্গ যুদ্ধের সূচনা করেছে। মঙ্গলবার হেজবুল্লাহ দাবি করেছে, তারা ইসরাইলি বাহিনীর অন্তত ১০০ সেনাকে হত্যা করেছে এবং এক হাজারেরও বেশি সেনাকে আহত করেছে। যখন ইসরাইল গত মাসে চতুর্থবারের মতো লেবাননে আক্রমণ করেছে।
যদিও গ্রুপটি এখনো তার নিহত যোদ্ধাদের সংখ্যা প্রকাশ করেনি, তবে কিছু অনুমানে এক হাজার জনেরও বেশি হিজবুল্লাহ যোদ্ধা নিহত হতে পারে।
ইসরাইল হিজবুল্লাহর নেতৃত্বকে পুরোপুরি ধ্বংস করেছে, যার মধ্যে ১৯৮২ সালে ইসরাইলের লেবানন আক্রমণের প্রতিক্রিয়ায় গঠিত হিজবুল্লাহর শীর্ষ কর্মকর্তারা নিহত হয়েছেন। এই আক্রমণ ছিল প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (PLO) বাহিনীকে লেবানন থেকে উৎখাত করার জন্য, যা পরবর্তীতে হিজবুল্লাহকে একটি প্রতিরোধ আন্দোলন হিসেবে গঠন করতে সহায়তা করেছিল। গ্রুপটির সেক্রেটারি-জেনারেল এবং তার শীর্ষ সহকারী কর্মকর্তারা পৃথক ইসরাইলি হামলায় বেইরুতের রাজধানীতে নিহত হয়েছেন।
হোলমগ্রেন বলেন, নেতৃত্বের ক্ষতি তাদের সংগঠিত হওয়ার ক্ষমতায় প্রভাব ফেলেছে এবং কৌশলগতভাবে এগিয়ে যাওয়ার ক্ষমতাও কমিয়েছে। তবে দক্ষিণে তাদের স্থল বাহিনী কিছুটা অক্ষত রয়েছে।
তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র হিজবুল্লাহর বিদেশে হামলার সম্ভাবনা তীক্ষ্ণভাবে পর্যবেক্ষণ করছে।
সূত্র: আলআরাবিয়া
এসএম