সুপার টুয়েলভের টিকেট পেতে জিম্বাবুয়ের প্রয়োজন ১৩৩
Share on:
জিতলেই সুপার টুয়েলভ, এমন সমীকরণ মাথায় নিয়ে শুক্রবার প্রথম রাউন্ডের শেষ ম্যাচে মাঠে নেমেছে স্কটল্যান্ড-জিম্বাবুয়ে। টেন্ডাই চাতারা- সিকান্দার রাজদের নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রথম ইনিংসে বড় সংগ্রহ পায়নি স্কটিশরা।
হোবার্টের বেলেরিভ ওভালে আজ টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় স্কটল্যান্ড। কিন্তু রিচি বেরিংটনের সে সিদ্ধান্ত সঠিক প্রমাণ করতে পারেননি স্কটিশ ব্যাটাররা। বাঁচা-মরার লড়াইয়ে রাজাদের ১৩৩ রানের লক্ষ্য দিয়েছে মুন্সে-ম্যাকলয়েডরা।
ব্যাটিংয়ে নেমে শুরুটাই ভালো করতে পারেনি স্কটল্যান্ড। আগের ম্যাচে ৮৬ রানের দুর্দান্ত ইনিংস খেলা মাইকেল জোন্স প্রথম ওভারেই ফিরেছেন চাতারার শিকার হয়ে। ম্যাথু ক্রস ও ফিরেছেন দ্রুতই। পরের উইকেটে বেরিংটনকে নিয়ে মুন্সে ইনিংসের ভিত গড়ে দেয়ার কাজটা করেছেন। তবে রান এগিয়েছে ধীরগতিতেই।
১৫ রানের বেরিংটনের বিদায়ের পর রানের গতি আরও কমে। শেষদিকে দ্রুত রান তোলার চেষ্টা করেও তেমন সফল হতে পারেননি কালাম ম্যাকলয়েড ও মাইকেল লিস্ক। ৬ উইকেটে ১৩২ রানে থামে স্কটিশদের ইনিংস।
জিম্বাবুয়ের হয়ে আজ সেরা বোলিং করেছেন চাতারা। ৪ ওভার হাত ঘুরিয়ে রান দিয়েছেন ১৪, নিয়েছেন দুটি উইকেট। দুই উইকেট পেয়েছেন এনগারাভাও। একটি করে উইকেট গেছে মুজারাবানি ও রাজার ঝুলিতে।
এমআই