tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
বিনোদন প্রকাশনার সময়: ২২ অগাস্ট ২০২৪, ১৬:৩২ পিএম

মানুষদের আর কোনোভাবেই রক্ষা করা যাবে না: মাহি


60581_mahi

ভারী বৃষ্টি ও ভারতের উজানের ঢলে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে ফেনী, নোয়াখালী ও কুমিল্লাসহ দেশের নয়টি জেলা।


মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভাঙনস্থল দিয়ে প্রবল বেগে পানি প্রবেশ করতে থাকায় একের পর এক জনপদ ডুবছে। বাড়িঘরে হাঁটু থেকে কোমরসমান পানি ওঠায় বিপাকে পড়েছেন এসব জেলার বেশির ভাগ মানুষ। এ ছাড়া বন্যার পানিতে গ্রামীণ সব সড়ক ও ফসলি জমি তলিয়ে গেছে। ভেসে গেছে পুকুর ও খামারের মাছ।

বন্যা পরিস্থিতির ভয়াবহ চিত্র দেখে বেদনার্ত বিনোদন অঙ্গনে তারকারা। অভিনেত্রী মাহিয়া মাহিও আছেন এই দলে। তার আশঙ্কা বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা না গেলে লাশের বন্যা বয়ে যাবে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) নিজের ফেসবুকে মাহি লিখেছেন, ‘যদি হেলিকপ্টার নিয়ে কোনো সাহায্য না আসে তাহলে কেউ দয়া করে লাশ সংগ্রহ করতে আসবেন না। হেলিকপ্টার ছাড়া ফেনী, ফুলগাজী ও পরশুরামের মানুষদের আর কোনোভাবেই রক্ষা করা যাবে না।’

এরপর নায়িকা লেখেন, ‘প্রবল স্রোতের কারণে সেখানে কোনো নৌকা এবং স্পীড বোট যেতে পারছে না। সেনাবাহিনী এবং নৌবাহিনী তারা কেউই হেলিকপ্টার ছাড়া কিছুই করতে পারবে না।’

সবশেষে পরিস্থিতির ভয়াবহতার আঁচ দিয়ে মাহি লিখেছেন, ‘এই দুই উপজেলার প্রায় সকল ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে। সবাই বাড়ির ছাদে অবস্থান করছে। আজকে রাতে লাশের বন্যা বয়ে যাবে।’

এর আগে একটি পোস্টে মাহি লিখেছেন, ‘এই মুহূর্তে যারা নৌকা, স্পিড বোটের ভাড়া চাবে এরা মানুষ না। এবার মানুষ হন দয়া করে। আপনার যা কিছু আছে তা দিয়ে একটা জান হলেও বাঁচান।’

আরও একটি পোস্টে মাহি বন্যা কবলিত অঞ্চলে যাওয়ার আগ্রহ প্রকাশ করে তিনি লেখেন, ‘আমি ফেনী যেতে চাই।’

এফএইচ