tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
রাজনীতি প্রকাশনার সময়: ০৭ মার্চ ২০২৪, ২১:৩৬ পিএম

ফিলিস্তিনে বিরাজমান গণহত্যায় জামায়াতের গভীর উদ্বেগ প্রকাশ


Jamaat

বাংলাদেশ জামায়াত ইসলামীর মহানগরী ও জেলা আমীর সম্মেলন সংগঠনের ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ফিলিস্তিনে বিরাজমান গণহত্যায় গভীর উদ্বেগ প্রকাশ করে “আসন্ন রমজান মাসের পূর্বেই ফিলিস্তিনে যুদ্ধ বিরতির সিদ্ধান্ত কার্যকর করে দুর্গত মানবতার সেবায় এগিয়ে আসার জন্য জাতিসংঘ, মার্কিন যুক্তরাষ্ট্রসহ শান্তিকামী বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়ে একটি প্রস্তাব গৃহীত হয়েছে।


বৃহস্পতিবার (৭ মার্চ) বাংলাদেশ জামায়াত ইসলামীর মহানগরী ও জেলা আমীর সম্মেলনে এই উদ্বেগ প্রকাশ করেন।

জামায়াতে ইসলামী মহানগরী ও জেলা আমীর সম্মেলন উদ্বেগের সাথে লক্ষ্য করছে যে, গত ৭ অক্টোবর থেকে ৫ মার্চ দীর্ঘ ৫ মাস যাবত ইসরাইলিরা অব্যাহতভাবে ফিলিস্তিনে গণহত্যা চালিয়ে যাচ্ছে। তারা ফিলিস্তিনকে ধ্বংস স্তুপে পরিণত করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র মানবতা পদদলিত করে ইসরাইলকে অস্ত্র, অর্থ ও সমর্থন দিয়ে সহযোগিতা করছে। জাতিসংঘ ও মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধ বিরতির আহ্বান জানালেও ইসরাইলের প্রধানমন্ত্রী তাদের কথায় কর্ণপাত করছে না। মার্কিন সরকার একদিকে যুদ্ধ বিরতির কথা বলছে, অপরদিকে ইসরাইলকে অব্যাহতভাবে সমর্থন দিয়ে যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের এ দ্বিমুখী ভূমিকার কারণেই ইসরাইলিরা যুদ্ধ বন্ধ করতে রাজি হচ্ছে না। মার্কিন সরকার আন্তরিক হলেই যে কোনো সময় যুদ্ধ বিরতি কার্যকর করা সম্ভব।

প্রস্তাবে আরও বলা হয়েছে যে, গাজার পরে রাফাহ ও রামাল্লায় ইসরাইলি বাহিনী ব্যাপক বিমান হামলা করে গণহত্যা চালিয়ে যাচ্ছে। ফিলিস্তিনে এ পর্যন্ত নিহত লোকের সংখ্যা দাঁড়িয়েছে ৩০ হাজার ৫ শত ৩৪ জন এবং আহত লোকের সংখ্যা ৭১ হাজার ৯ শত ২০ জন। তারা রাফায় বুলডোজার চালিয়ে ফিলিস্তিনিদের নির্মমভাবে হত্যা করছে। তারপরেও মানবতার দুশমন ইসরাইলিদের রক্ত পিপাসা মিটছে না। মানবতার দুশমন ইসরাইলি বাহিনী ফিলিস্তিনে জাতিগত নিধন চালাচ্ছে। তারা ফিলিস্তিনিদের কবর স্থানের উপর হামলা চালিয়ে আক্রোশ চরিতার্থ করছে। ইসরাইলিদের এ গণহত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ শান্তিকামী বিশ্ববাসীর জন্য জরুরি হয়ে পড়েছে। শান্তিকামী বিশ্ববাসীর প্রশ্ন ইসরাইলিরা ফিলিস্তিনে জাতিগত নিধন চালাবে আর বিশ্ববাসী কী শুধু তাকিয়ে তাকিয়ে দেখবে? তাদের কী কিছুই করণীয় নেই ।

আসন্ন রমজানের পূর্বেই ফিলিস্তিনে গণহত্যা বন্ধ করে যুদ্ধ বিরতি কার্যকর করতে জরুরি পদক্ষেপ গ্রহণ করার জন্য জামায়াতের মহানগরী ও জেলা আমীর সম্মেলন জাতিসংঘসহ শান্তিকামী আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছে।

প্রেস বিজ্ঞপ্তি //এমএইচ