মানুষের মুক্তির জন্য সর্বাত্মক আন্দোলনের প্রস্তুতি নিন: মজিবুর রহমান
Share on:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মজিবুর রহমান বলেছেন, মানুষের মুক্তির জন্য সর্বাত্মক আন্দোলনের প্রস্তুতি নিন। শুক্রবার বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলার ভার্চুয়াল কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জেলা আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহানের সভাপতিত্ব ও জেলা সেক্রেটারি ড. এ কে এম সৈয়দ সরওয়ার উদ্দিন সিদ্দীকির পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য আব্দুর রব, জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগর আমির কাজী দ্বীন মোহাম্মদ, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভুঁইয়া, কুমিল্লা উত্তর জেলা আমির অধ্যাপক আবদুল মতিন।
মজিবুর রহমান বলেন, ‘তাকওয়ার চেতনায় আমাদের কাজ করে দুনিয়ার পরিক্ষায় উত্তীর্ণ হতে হবে। কুরআন-সুন্নাহকে আঁকড়ে ধরে আল্লাহর ভয়ে জীবনের প্রত্যেকটি কাজ করতে হবে, মানুষের তৈরি আইনের পরিবর্তন করে কুরআনের সমাজ বিনির্মাণে কার্যকরী ভূমিকা পালন করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য সর্বাত্ম প্রস্তুতি নিন। আল্লাহর আইন বাস্তবায়নের অংশ হিসেবে সংসদে নামাজের বিরতি ও মৃত ব্যক্তির জন্য দোয়ার আইন জামায়াতে ইসলামীর প্রস্তাবে পাশ হয়েছিল। আমাদের অহংকার মুক্ত জীবন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো ও আল্লাহর সাহায্য চেয়ে জীবন পরিচালনা করতে হবে।’
ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘বাংলাদেশ একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে। আমরা একটি পরিবর্তন চাই। নিজের, পরিবারের, সমাজের ও দেশের জন্য কঠোর পরিশ্রম করে এগিয়ে যেতে হবে।’
কুরআনের সমাজ প্রতিষ্ঠায় ভূমিকা পালন করার আহ্বান জানিয়ে মাওলানা এ টি এম মাছুম বলেন, ‘আমাদেরকে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে হবে, ৯০ ভাগ মুসলমানের দেশে ইসলামের কোনো আইন নেই।’
সম্মেলনে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ ইয়াছিন আরাফাত, জেলা কর্মপরিষদ সদস্য আবু নকিব, মিজানুর রহমান ও ছাত্রশিবির কুমিল্লা জেলা পূর্ব শাখা সভাপতি ইব্রাহিম ফয়সাল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি
এমআই