tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
খেলা প্রকাশনার সময়: ০৪ জুলাই ২০২২, ১২:৪৮ পিএম

বিশ্বরেকর্ড গড়লেন সাকিব


Sakib-2022 (2)

সাকিব আল হাসান অলরাউন্ডার হিসেবে কিংবদন্তিদের কাতারে। বাংলাদেশের গর্ব এবার গড়লেন আরেকটি নতুন বড় রেকর্ড।


রোববার (৩ জুলাই) ডমিনিকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে এই ফরম্যাটে ২ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন এই বিশ্বসেরা অলরাউন্ডার।

সাকিব অনেক আগেই টি-টোয়েন্টিতে ১০০ উইকেটের ক্লাবে পা রেখেছেন। এবার ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে এই ফরম্যাটে ২ হাজার রান এবং ১০০ উইকেট নেওয়ার অনন্য এক কীর্তি গড়েছেন।

যদিও দলকে জেতাতে পারেননি। তবে সাকিবের ব্যাটেই ম্যাচে লড়াই করেছে বাংলাদেশ। ইনিংসের ১৯তম ওভারে ওবেদ ম্যাকয়কে ছক্কা হাঁকিয়ে ২ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন সাকিব। শেষ পর্যন্ত তিনি ৫২ বলে ৬৮ রানে অপরাজিত থাকেন। এর আগে বল হাতেও একটি উইকেট নেন সাকিব।

সবমিলিয়ে ৯৮ টি-টোয়েন্টি ম্যাচ খেলে বিশ্বসেরা অলরাউন্ডারের নামের পাশে এখন ২০০৫ রান, উইকেট ১২০টি।

প্রসঙ্গত, ১০০ উইকেট এবং ১ হাজার রানের ‌‘ডাবল’ গড়া ইতিহাসের প্রথম ক্রিকেটারও ছিলেন সাকিব।

এইচএন