tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
জাতীয় প্রকাশনার সময়: ২৭ নভেম্বর ২০২৪, ২০:৫৭ পিএম

আল্লাহ্‌ নিশ্চয়ই অন্যায়কারীদের উপযুক্ত সাজা দেবেন: মারুফ কামাল


Maruf-kamal-y-67471f9de3ec2

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়াসহ সব আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট।


সাজার বিরুদ্ধে খালেদা জিয়ার করা আপিল মঞ্জুর করে বুধবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আজকের এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে উল্লেখ করে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাস দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রেসসচিব মারুফ কামাল খান।

তিনি লেখেন, আলহামদুলিল্লাহ্‌। অবশেষে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হলো। বিচারের নামে ফ্যাসিস্ট হাসিনার ইঙ্গিতের আদালতের অবিচার মিথ্যা প্রমাণিত ও বাতিল হলো। কিন্তু যে জুলুম ও দুর্ভোগের শিকার তিনি হয়েছেন তা কি কেউ রদ করতে পারবে? অন্যায়ভাবে কারাভোগ তার জীবন থেকে যে সুস্থ সময় কেড়ে নিয়েছে তা কি তিনি ফিরে পাবেন? আল্লাহ্‌ নিশ্চয়ই এই অন্যায়কারীদের উপযুক্ত সাজা দেবেন।

এখন বাকি থাকল শুধু জিয়া অরফানেজ-এর মিথ্যা মামলার সাজানো রায়।

প্রসঙ্গত, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় ২০১৮ সালের ২৯ অক্টোবর রায় দেন বিচারিক আদালত। রায়ে খালেদা জিয়াকে ৭ বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এই রায়ের বিরুদ্ধে একই বছরের ১৮ নভেম্বর হাইকোর্টে আপিল করেন খালেদা জিয়া। শুনানি নিয়ে ২০১৮ সালের ৩০ এপ্রিল হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ আপিল শুনানির জন্য গ্রহণ করে খালেদা জিয়ার ক্ষেত্রে বিচারিক আদালতের দেওয়া অর্থদণ্ডের আদেশ স্থগিত করেন।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। গত ৬ আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দণ্ড মওকুফ করে খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়। এরপর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে করা আপিল শুনানির পূর্বপ্রস্তুতি হিসেবে পেপারবুক তৈরির জন্য অনুমতি চেয়ে খালেদা জিয়া আবেদন করেছিলেন।

এনএইচ