মাঠে নামার আগেই রিয়াল শিবিরে দুঃসংবাদ
Share on:
রোববার রাতে ভাইয়াদলিদের বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচে মাঠে নামার আগেই দুসংবাদ পেল শিরোপাধারীরা। আন্টোনিও রুডিগারকে ছাড়াই মাঠে নামতে হচ্ছে তাদের।
সান্তিয়াগো বার্নাবুতে বাংলাদেশ সময় রাত সোয়া আটটায় শুরু হবে ম্যাচটি। কয়েক ঘণ্টা আগে ঘোষিত স্কোয়াডে রাখা হয়নি রুডিগারকে। এই জার্মান ডিফেন্ডারকে কেন দলে রাখা হয়নি, তা অবশ্য জানানো হয়নি। তবে স্প্যানিশ গণমাধ্যমের খবর, হাঁটুর সমস্যায় ভুগছেন তিনি। তবে চোট কতটা গুরুতর, সে বিষয়ে কিছুই জানা যায়নি।
রিয়ালের পরের ম্যাচ আগামী বুধবার, কোপা দেল রের দ্বিতীয় লেগে বার্সেলোনার বিপক্ষে। প্রথম লেগে ১-০ গোলে হেরেছিল স্পেনের সফলতম ক্লাবটি। দ্বিতীয় লেগে রুডিগার শেষ পর্যন্ত না খেলতে পারলে তা বড় সমস্যা হতে পারে রিয়ালের জন্য। গত গ্রীষ্মের দলবদলে চেলসি থেকে ক্লাবটিতে যোগ দেওয়ার পর থেকে ক্রমশ রক্ষণে গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন এই জার্মান।
চলতি মৌসুমে রিয়ালের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৮টি ম্যাচ খেলেছেন ৩০ বছর বয়সী রুডিগার। লিগে ২৬ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রিয়াল। ২৭ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা।
এমআই